Tax Exemption on Insurance Benefits: এই পদক্ষেপের ... more
Tax Exemption on Insurance Benefits: এই পদক্ষেপের মাধ্যমে বেশি টাকার বিমা পলিসি থেকে আয়ের উপর আয়কর ছাড় সীমিত করতে চাইছে কেন্দ্র। ৫ লক্ষ টাকার বেশি প্রিমিয়াম কেউ দিচ্ছেন মানে, তাঁর সম্পদ সাধারণের তুলনায় বেশি বলে ধরে নেওয়াই যায়।
1/5বিমা পলিসির প্রিমিয়াম ৫ লক্ষ টাকার বেশি হলে, তার(বিমা) থেকে যে আয়(বেনেফিট) হবে, তাতে আর কর ছাড় পাবেন না। বুধবার বাজেট ঘোষণায় এমনই প্রস্তাব করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিন ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট ঘোষণা করেন তিনি। ফাইল ছবি: পিক্সাবে (Reuters)
2/5এই পদক্ষেপের মাধ্যমে বেশি টাকার বিমা পলিসি থেকে আয়ের উপর আয়কর ছাড় সীমিত করতে চাইছে কেন্দ্র। ৫ লক্ষ টাকার বেশি প্রিমিয়াম কেউ দিচ্ছেন মানে, তাঁর সম্পদ সাধারণের তুলনায় বেশি বলে ধরে নেওয়াই যায়। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
3/5প্রস্তাবে বলা হয়েছে, ১ এপ্রিল ২০২৩ বা তার পরে ইস্যু হয়েছে এমন জীবন বিমা পলিসির মোট প্রিমিয়াম ৫ লক্ষ টাকার বেশি হলে, তাতে আয় কর ছাড় পাওয়া যাবে না। তবে ইউনিট-লিঙ্কড ইন্স্যুরেন্স প্ল্যানের (ULIPs) ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। ফাইল ছবি: পিক্সাবে (Reuters)
4/5তবে এর পাশাপাশি অর্থমন্ত্রী এটিও স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, নয়া আয়কর কাঠামোয় এই ধরনের বিমায় মৃত্যুকালীন সুবিধার ক্ষেত্রে তাতে করছাড় বজায় থাকবে। ফাইল ছবি: এএনআই (Reuters)
5/5অর্থমন্ত্রী জানিয়েছেন, ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত ইস্যু করা বিমা পলিসির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। অর্থাত্, জীবন বিমার উপর এই নতুন করের প্রস্তাব আরোপিত হলে, (১ এপ্রিল ২০২৩ থেকে) বার্ষিক ২.৫ লক্ষ টাকা পর্যন্ত প্রিমিয়ামের ক্ষেত্রে LIP বেনিফিটে কর ছাড় দেওয়া হবে। অন্যদিকে বার্ষিক ৫ লক্ষ পর্যন্ত জীবন বিমার প্রিমিয়ামের পর প্রাপ্ত বেনেফিটে কর ছাড় থাকবে। ফাইল ছবি: রয়টার্স (Reuters)