বাংলা নিউজ > ঘরে বাইরে > পর্ন সাইটে অঙ্ক ক্লাসের ভিডিয়ো আপলোড শিক্ষকের! ভিউ এল ফাটিয়ে

অনলাইন ক্লাসের ভিডিয়ো অনেক শিক্ষক ইউটিউবে আপলোড করেন। ভালো ভিউ হলে কিছু টাকা আয়ও হয়। কিন্তু আজব এক সাইটে অঙ্ক ক্লাসের ভিডিয়ো আপলোড করলেন তাইওয়ানের এক শিক্ষক। তাই করেই মোটা টাকা উপার্জনও হচ্ছে।

না, পড়াশোনার কোনও সাইটে নয়। পর্নহাবে। হ্যাঁ, পর্ন ভিডিয়োর বৃহত্তম ওয়েবসাইটকেই তিনি বেছে নিয়েছেন অনলাইন ক্লাসের ভিডিয়ো আপলোডের জন্য।

কিন্তু কেন? গণিতে স্নাতকোত্তর বছর ৩৪-এর ওই শিক্ষক জানান, তিনি এক স্কুলে পড়ান। কোভিড পরিস্থিতিতে ইউটিউবে অঙ্কের টিউটোরিয়াল আপলোড করেন। সেই ভিডিয়োই তিনি পর্নবাবে দিচ্ছেন। ভালো ভিউ-ও হচ্ছে বলে জানান তিনি। একটি-দুটি নয়। প্রায় ২০০টি অঙ্ক ক্লাসের ভিডিয়ো পর্নহাবে আপলোড করেছেন ওই শিক্ষক। 'পর্নহাবের জনপ্রিয়তার কথা মাথায় রেখেই সেখানে আপলোড করা শুরু করি,' অকপট স্বীকারোক্তি তাঁর। ভিউয়ের জেরে মোটা টাকা আয়ও হচ্ছে তাঁর।

তাঁর পর্নহাবে অঙ্কের ভিডিয়ো আপলোড করা তো বেশ অন্যরকম। কিন্তু পর্ন সাইটে কোন গণিতপ্রেমীরা তাঁর ভিউ বাড়াচ্ছেন, তাও চিন্তার বিষয় বটে।

বন্ধ করুন