বাংলা নিউজ > ঘরে বাইরে > Uday Kotak Resigns: ৩৮ বছরের পথচলায় ইতি, কোটাক মাহিন্দ্রার এমডি পদ থেকে ইস্তফা উদয় কোটাকের

Uday Kotak Resigns: ৩৮ বছরের পথচলায় ইতি, কোটাক মাহিন্দ্রার এমডি পদ থেকে ইস্তফা উদয় কোটাকের

ইস্তফা দিলেন উদয় কোটাক। Photographer: Prakash Singh/Bloomberg (Bloomberg)

পুরানো দিনের কথা মনে পড়ছে উদয় কোটাকের। তিনি এক্স প্লাটফর্মে লিখেছেন, বহু দিন আগে আমি জেপি মর্গান, গোল্ডম্যান সাচের নাম শুনতাম। তাঁরা আর্থিক জগৎকে পরিচালনা করতেন। সেরকম প্রতিষ্ঠান ভারতে তৈরির স্বপ্ন দেখতাম। সেই স্বপ্নকে সঙ্গে নিয়ে ৩৮ বছর আগে পথ চলা শুরু করেছিল কোটাক মাহিন্দ্রা।

কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভের পদ থেকে পদত্যাগ করলেন উদয় কোটাক। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর তাঁর অবসরের দিন ছিল। তবে তার আগেই তিনি ইস্তফা দিলেন।

ইটি সূত্রে খবর, তিনি ব্যাঙ্কের বোর্ডের কাছে চিঠি পাঠিয়ে জানিয়েছেন, আমার কয়েক মাসের চাকরি ছিল। কিন্তু আমি ইস্তফা দিয়েছি। আমি কিছুদিন ধরেই বিষয়টি ভাবছিলাম। তবে আমি বিশ্বাস করি এটা প্রতিষ্ঠানের পক্ষে ভালো হবে।

প্রসঙ্গত সেই জন্মলগ্ন থেকে এই আর্থিক প্রতিষ্ঠানে দায়িত্বে রয়েছেন তিনি। তিনি বহু উত্থান পতনের সাক্ষী। এবার দীপক গুপ্তা, যিনি এই প্রতিষ্ঠানের যুগ্ম এমডির দায়িত্বে রয়েছেন তাঁকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব নেওয়ার ব্যাপারে বলা হবে। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে নতুন এমডি ও সিইওকে অনুমোদন দেওয়ার ব্যাপারে আরবিআইয়ের কাছে চিঠি পাঠিয়েছে কোটাক মাহিন্দ্রা।

উদয় কোটাক জানিয়েছেন, প্রতিষ্ঠাতা হিসাবে আমি একটা একাকী অবস্থানে ছিলাম। একজন উল্লেখযোগ্য শেয়ারহোল্ডার হিসাবে ছিলাম।

পুরানো দিনের কথা মনে পড়ছে উদয় কোটাকের। তিনি এক্স প্লাটফর্মে লিখেছেন, বহু দিন আগে আমি জেপি মর্গান, গোল্ডম্যান সাচের নাম শুনতাম। তাঁরা আর্থিক জগৎকে পরিচালনা করতেন। সেরকম প্রতিষ্ঠান ভারতে তৈরির স্বপ্ন দেখতাম। সেই স্বপ্নকে সঙ্গে নিয়ে ৩৮ বছর আগে পথ চলা শুরু করেছিল কোটাক মাহিন্দ্রা। মুম্বইতে তিনজন কর্মীকে নিয়ে ৩০০ বর্গফুটের অফিসে শুরু হয়েছিল এই সংস্থার পথ চলা।

আর এখন আমরা আর্থিক সংস্থা হিসাবে প্রতিষ্ঠিত। বিশ্বাস আর স্বচ্ছতার উপর দাঁড়িয়ে রয়েছি। আমরা সঠিক সময়ে শেয়ার হোল্ডারদের প্রাপ্য টাকা মিটিয়ে দিয়েছি। সরাসরি ১ লাখ চাকরি আমরা দিয়েছি। ১৯৮৫ সালে ১০,০০০ টাকা বিনিয়োগ করেছিলাম। আর আজ ৩০০ কোটি টাকা সম্পদ। লিখেছেন উদয় কোটাক।

এদিকে কোটাক মাহিন্দ্রা থেকে এভাবে উদয় কোটাকের ইস্তফা দেওয়ার ঘটনা কার্যত শোরগোল ফেলে দিয়েছে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলির অন্দরে। বহু ভারতবাসী এই কোটাক মাহিন্দ্রার সঙ্গে যুক্ত রয়েছে। আর্থিক লেনদেন, ঋণ প্রদান সহ নানা ক্ষেত্রে অনেকেরই ভরসার জায়গা কোটাক।

 

বন্ধ করুন