শাশুড়ি-বউমার সম্পর্ক ঘিরে এক 'অন্য' রকমের অভিযোগ উঠল উত্তর প্রদেশে। ঘটনা উত্তরপ্রদেশের বুলন্দশহরের। সাধারণত শাশুড়ি-বউমার সম্পর্কে ঝগড়া, মন কষাকষি, বা বন্ধুত্বের, কিম্বা মা-মেয়ের মতো সম্পর্কের উদাহরণ দেখা গিয়েছে। তবে এবার ঘটনা আলাদা! বুলন্দশহরবাসী এক মহিলার অভিযোগ, তাঁর বউমা তাঁর সঙ্গে বিয়ে করতে চান। এখানেই শেষ নয়, বর্ষীয়ান মহিলার সঙ্গে তাঁর পুত্রবধূ শারীরিক সম্পর্ক তৈরি করতেও চাপ দিচ্ছেন বলে অভিযোগ। ঘটনার জেরে হেনস্থার মামলা দায়ের করে বউমার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছে পরিবার।
শাশুড়ি বলছেন, ‘মেয়েটি নিজের মুখে বলছে যে, আমার বিয়ে তোমার সঙ্গে শাশুড়ির অভিযোগ, ২ বছর হয়েছে ছেলের বিয়ে হয়েছে। প্রথম ৬ মাসে কিছু বোঝা যায়নি। অভিযোগ, বউমা বলেছিলেন, আমি আমার মাকেও খুব ভালোবাসি, আর সেকথা বলেই শাশুড়ির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে চাইছিলেন ওই মহিলা, বলে দাবি।হওয়া উচিত ছিল। প্রথমবার তোমায় দেখেই আমি মনে মনে তোমায় বেছে নিয়েছিলাম… বাহানা তো ছেলে… আমার তোমার সঙ্গে থাকার ইচ্ছা।’ এমন কথা তাঁর বউমা তাঁকে বলেছিলেন বলে দাবি ওই বর্ষীয়ান মহিলার। অভিযোগ এখানেই শেষ নয়। এরপর পুত্রবধূ ওই মহিলাকে বলেছিলেন ‘তুমি শুধুই আমার’, এমনই অভিযোগ শাশুড়ির। তিনি বলছেন, বউমা তাঁকে ‘জানেমন, জানেবাহার’ বলে সম্বোধন করতেন। শেষের দিকে, নাকি পুত্রবধূ বলেছিলেন, শশুরমশাইয়ের সঙ্গে অনেকদিন থাকা হয়ে গিয়েছে তোমার , এবার আমার সঙ্গে থাকতে হবে, এমনই অভিযোগ শাশুড়ির। এই গোটা ঘটনার অভিযোগের ভিডিয়ো হয়েছে ভাইরাল।
( দিদির বিয়েতে নাচার সময়ে হঠাৎ মৃত্যু বোনের, সন্দেহে ‘হার্ট অ্যাটাক’)
এদিকে, শাশুড়ি বলছেন, তাঁর সঙ্গে ‘অন্যরকম’ সম্পর্ক গড়তে চেষ্টা করছিলেন ওই পুত্রবধূ। এরপর শাশুড়ির দাবি, তিনি বউমাকে বোঝান। তাঁদের পরিবারে সন্তান আসুক এমন কথাও বলেন, তবে বউমা নাকি নাছোড়! অভিযোগ শাশুড়ির। মহিলার সঙ্গে মহিলার সম্পর্ক নিয়ে শাশুড়ি নেতিবাচক কথা বললেই, বউমা তাঁকে বহু সমলিঙ্গের সম্পর্কের কথা বলতে থাকেন। মোবাইলে তাঁকে এমন ধরনের ঘটনারর খবরও দেখাতে থাকেন বলে অভিযোগ। এমনকি শ্বশুরমশাইকে ছেড়ে ও নিজের স্বামীকে ছেড়ে অন্যত্র পালিয়ে যাওয়ার কথাও শাশুড়িকে পরামর্শ দিয়েছিলেন ওই মহিলা। এমনই অভিযোগ। তাঁর আরও অভিযোগ যে, তাঁদের পরিবার থেকে উল্টে বউমার পরিবার পণের ২০ লাখ টাকা চেয়েছে। গোটা ঘটনায় পুলিশের সাহায্য চাইছে পরিবার।