ফ্যাশানে এখন ফ্লোরাল প্রিন্ট ট্রেন্ডিং। আর সেই ট্র...
more
ফ্যাশানে এখন ফ্লোরাল প্রিন্ট ট্রেন্ডিং। আর সেই ট্রেন্ডকেই আরও একটু উস্কে দিলেন মৌনি রায়। দেখুন তাঁর ছবি।
1/5এখন ফ্লোরাল প্রিন্ট বেশ ট্রেন্ডিং। টপ, শার্ট, শাড়ি, ড্রেস সবেতেই রঙিন ফুলের ছাপ। সেই প্রিন্টেই দেখা গেল মৌনি রায়কে। ছবি: ইনস্টাগ্রাম/মৌনি রায় (Instagram/@imouniroy)
2/5সম্প্রতি দুবাই গিয়েছিলেন মৌনি রায়। সেখানে এই কালারফুল ফ্লোরাল সানড্রেসটি পরেছিলেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম/মৌনি রায় (Instagram/@imouniroy)
3/5তবে অন্যান্য ফ্লোরাল প্রিন্টের থেকে মৌনির সানড্রেসটি একটু আলাদা। বিভিন্ন রঙের ফুলের প্রিন্ট রয়েছে। সাধারণত ফ্লোরাল প্রিন্টে এমনটা দেখা যায় না। তবে বিচে বেড়াতে গেলে না গরমের দিনের জন্য এটি যে বেশ ফ্রেশ, তা বলাই যায়। একটু রঙিন ড্রেস চাইলে এরকম কম্বিনেশন নিতেই পারেন। ছবি: ইনস্টাগ্রাম/মৌনি রায় (Instagram/@imouniroy)
4/5এর সঙ্গে মৌনি পরেছিলেন ওভারসাইজড সানগ্লাস। বিচ লুক কমপ্লিট করার জন্য যা মাস্ট। ছবি: ইনস্টাগ্রাম/মৌনি রায় (Instagram/@imouniroy)
5/5মেকআপের দিক থেকে সিম্পল-ই রেখেছিলেন মৌনি। নো মেকআপ লুক দিয়েছেন তিনি। তবে চোখে বেশ ঘন লাইনার দিয়েছেন। সেই সঙ্গে হালকা শেডের লিপস্টিক। মৌনির এই লুক আপনার কেমন লাগল? জানান কমেন্ট সেকশনে। ছবি: ইনস্টাগ্রাম/মৌনি রায় (Instagram/@imouniroy)