লখনউ সুপার জায়ান্টসের কাছে ৭৫ রানে লজ্জার হারের পর কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফে ওঠার সম্ভাবনা নেই বললেই চলে। তবে খাতায়-কলমে ক্ষীণ সম্ভাবনা রয়েছে। তবে সেই অঙ্ক এতটাই জটিল, হিসেব মেলার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে।
1/5১৬ পয়েন্ট হল প্লে-অফে পৌঁছানোর ম্যাজিক ফিগার। এই পয়েন্ট পেলে নিশ্চিত ভাবেই প্লে-অফে পৌঁছানো যায়। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের পক্ষে এই ম্যাজিক ফিগারে পৌঁছানো আর সম্ভবই নয়। ছবি: পিটিআই
2/5নাইটরা ইতিমধ্যে ১১ ম্যাচের মধ্যে ৭টিতে হেরে বসে রয়েছে। হাতে রয়েছে আর মাত্র ৩টি ম্যাচ। এই তিনটি ম্যাচ জিতলেও মোট ১৪ পয়েন্ট হবে কলকাতার। আইপিএলের পয়েন্ট টেবলে এ রকম ১৪ পয়েন্ট হয়তো আরও দলের থাকবে। নেট রানরেটটা সে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ছবি: পিটিআই
3/5কেকেআর-এর নেট রানরেট এখন -০.৩০৪। কলকাতার চেয়ে ভালো রানরেট রয়েছে বাকি দলগুলোর। সে ক্ষেত্রে পরের ৩ ম্যাচ বড় ব্যবধানে জিততেই হবে কলকাতাকে। ছবি: পিটিআই
4/5কলকাতাকে শুধু জিতলেই হবে না। বাকি টিমগুলোকে পয়েন্ট নষ্ট করতে হবে। লখনউ আর গুজরাট টাইটানস যেমন ইতিমধ্যে প্লে-অফে পৌঁছে গিয়েছে। দুই দলের পয়েন্ট ১৬। রাজস্থান রয়্যালস ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফের দিকে এক পা বাড়িয়ে রেখেছে। ব্যাঙ্গালোরের ১২ পয়েন্ট। দিল্লি, হায়দরাবাদ, পঞ্জাবের ১০ পয়েন্ট করে। এই লড়াইয়ে পাল্লা দেওয়া মোটেও সহজ নয়। কার্যত অসম্ভব। ছবি: পিটিআই
5/5যা পরিস্থিতি তাতে নাইট রাইডার্সের আর কোনও আশা নেই বললেও চলে। তবে কেকেআর ভক্তরা হয়তো খাতায়-কলমে এখনও অঙ্কের হিসেব কষতে পারে। তবে নাইটদের আর একটি ম্যাচে হারলে, সরকারি ভাবে কলকাতাকে প্লে-অফের লড়াই থেকে ছিটকে দেবে। কোনও অঙ্কের হিসেব কষেই আর কিছু করা যাবে না। ছবি: পিটিআই