IT Raid in Bayron's Home: তল্লাশিতে মিলেছে বিপুল পরিমাণ নগদ টাকা, বায়রনের বাড়িতেই রাত কাটালেন IT অফিসাররা
Updated: 21 Dec 2023, 09:04 AM IST Abhijit Chowdhury 21 Dec 2023 bayron biswas, bairon biswas, it raid, cash recovered, trinamool congress, sagardighi, income tax department, আয়কর বিভাগ, বায়রন বিশ্বাস, বায়রন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা, বায়রন বিশ্বাসের বাড়ি থেকে কত টাকা উদ্ধার হল, বায়রন বিশ্বাসের বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার, তৃণমূল কংগ্রেস, সাগরদিঘি, আয়কর হানারাতভর বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়িতেই ছিলেন আয়কর আধিকারিকরা। রিপোর্ট অনুযায়ী, ব্যবসায়ী তথা রাজনীতিবিদের বাড়ি থেকে এখনও পর্যন্ত বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করেছেন আয়কর অফিসাররা। এর পাশাপাশি কিছু পরিমাণ সোনাও উদ্ধার হয়েছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে।
পরবর্তী ফটো গ্যালারি