IT Raid in Bayron's Home: তল্লাশিতে মিলেছে বিপুল পরিমাণ নগদ টাকা, বায়রনের বাড়িতেই রাত কাটালেন IT অফিসাররা
Updated: 21 Dec 2023, 09:04 AM ISTরাতভর বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়িতেই ছিলেন আয়কর আধিকারিকরা। রিপোর্ট অনুযায়ী, ব্যবসায়ী তথা রাজনীতিবিদের বাড়ি থেকে এখনও পর্যন্ত বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করেছেন আয়কর অফিসাররা। এর পাশাপাশি কিছু পরিমাণ সোনাও উদ্ধার হয়েছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে।
পরবর্তী ফটো গ্যালারি