G20: কারিপাতার পোলাও থেকে বেদানার কুলফি শরবতে মধ্যাহ্নভোজ অক্ষতাদের! রাষ্ট্রনেতাদের স্ত্রীদের জন্য ছিল কোন বন্দোবস্ত?
Updated: 09 Sep 2023, 07:59 PM ISTস্বামীরা যখন জি২০ তে ব্যস্ত বৈঠকে, তখন তাঁদের স্ত্রীদের জন্য দিল্লিতে ছিল কোন আয়োজন? রাষ্ট্রনেতাদের স্ত্রীদের মধ্যাহ্নভোজে আজ পাতে পড়ল কী? দেখে নিন-
জি ২০ সম্মেলনে বিশ্বের তাবড় ইস্যু নিয়ে যখন বিশ্বের রাষ্ট্রনেতারা ভারত মণ্ডপমে আলোচনায় ব্যস্ত, তখন তাঁদের স্ত্রীদেরও সময় কেটেছে নানান কর্মকাণ্ডের মধ্যে। শনিবার দুপুরে ঋষি সুনক থেকে শুরু করে তামাম রাষ্ট্রনেতারা ছিলেন ভারত মণ্ডপমে আয়োজিত জি ২০ সম্মেলনে। এদিকে, তখন সুনক-পত্নী অক্ষতা থেকে ফুমিও কিশিদার স্ত্রী ইয়োকো কিশিদারা কোথায় ছিলেন দেখা যাক।