ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৪ এ এখনও পর্যন্ত উত্তেজনাপূর্ণ হয়েছে। চলতি মরশুমে লিগের ৫৭ তম ম্যাচের মধ্যেই ১০০০ টিরও বেশি ছক্কা মারা হয়ে গিয়েছে। আইপিএলের ইতিহাসে এই প্রথম এত ছক্কা মারা হল। সবচেয়ে বেশি ছক্কা মারার দিক থেকে সানরাইজার্স হায়দরাবাদের অভিষেক শর্মা সবচেয়ে এগিয়ে রয়েছেন। তিনি চলতি মরশুমে ১২টি ম্যাচে এখনও পর্যন্ত ৩৫টি ছক্কা মেরেছেন। আইপিএলের প্রতি মরশুমেই তৈরি হয় অনেক নতুন রেকর্ড। চলতি মরশুমের কথা বলতে গেলে এবারের সবচেয়ে বড় দলীয় স্কোরের রেকর্ড ভেঙে গিয়েছে। এর সঙ্গে দ্বিতীয় সর্বোচ্চ দলের টোটালও হয়েছে। এই মরশুমে এখনও পর্যন্ত চার ও ছক্কা বৃষ্টি হয়েছে।
এখনও পর্যন্ত অভিষেকের নামে রয়েছে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড:
আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন সানরাইজার্স হায়দরাবাদের পাওয়ার হিটার তরুণ ওপেনার অভিষেক শর্মা। এই মরশুমে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ছক্কা মারার দিক থেকে শীর্ষে রয়েছেন তিনি। যেখানে দ্বিতীয় স্থানে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারিন। চলতি মরশুমের সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন এমন ব্যাটসম্যানদের তালিকা নীচে দেওয়া হল।
অভিষেক শর্মা- ১২ ম্যাচ ৩৫টা ছয়
সুনীল নারিন- ১১ ম্যাচ ৩২টি ছয়
ট্র্যাভিস হেড- ১১ ম্যাচ ৩১টি ছয়
এনরিখ ক্লাসেন- ১২ ম্যাচ ৩১টি ছয়
রিয়ান পরাগ- ১১ ম্যাচ ২৮টি ছয়
আরও পড়ুন… National Federation Cup: অলিম্পিক্সে সোনা জেতার পর প্রথমবার ভারতে নামতে চলেছেন নীরজ চোপড়া
চলতি মরশুমে এখনও পর্যন্ত মোট ১২টি ম্যাচ খেলেছে সানরাইজার্স হায়দরাবাদ। তার মধ্যে এখনই ২০১৮ সালে চেন্নাই সুপার কিংসের তৈরি করা রেকর্ডকে পিছনে ফেলে দিয়েছে প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদ। চলতি মরশুমে ১৪৬টি ছক্কা হাঁকিয়ে ফেলেছেন ট্র্যাভিস হেড, অভিষেক শর্মারা। চলুন দেখে নেওয়া যাক একটা আইপিএল মরশুমে সর্বাধিক ছক্কা মেরেছে কোন দল।
একটা আইপিএল মরশুমে সর্বাধিক ছক্কা মেরেছে কোন দল
১৪৬ - সানরাইজার্স হায়দরাবাদ (২০২৪)*
১৪৫ - চেন্নাই সুপার কিংস (২০১৮)
১৪৩ - কলকাতা নাইট রাইডার্স (২০১৯)
১৪২ - রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (২০১৬)
১৪০ - মুম্বই ইন্ডিয়ান্স (২০২৩)
আরও পড়ুন… ভিডিয়ো: ভক্তদের সঙ্গে নিখুঁত পঞ্জাবি ভাষায় আড্ডা দিলেন বিরাট! অন্য মেজাজে কিং কোহলি
৩৭৭৩ বলে ৩০০টি ছক্কা পূর্ণ হয়েছিল:
এই মরশুমে মাত্র ৩৭৭৩ বলে ৩০০টি ছক্কা সম্পূর্ণ হয়েছে। এটা মাত্র লিগের মাঝ পথ এবং ধারণা করা হচ্ছে এই মরশুমে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডও এবারে ভেঙে যেতে পারে। এর আগে ২০১৮ সালে ৪৫৭৮ বলে ৩০০টি ছক্কা মারা হয়েছিল।