সরকারি গম সংগ্রহে ব্যাপক ভাটা পড়েছে। ফলে সরকারি প্রকল্পে শীঘ্রই গমের অভাব হতে পারে।
1/5বেশি বেশি করে গম কিনে নিচ্ছে বেসরকারি ব্যবসায়ীরা। মজুত করা হচ্ছে সেই গম। আর তার ফলে সরকারি গম সংগ্রহে ব্যাপক ভাটা পড়েছে। ফলে সরকারি প্রকল্পে শীঘ্রই গমের অভাব হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)
2/5প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় (PMGKAY) সেই জন্য সরকার গমের পরিবর্তে বেশি করে চাল দিতে পারে। (ছবি সৌজন্যে হিন্দুস্তান টাইমস) (HT Photo)
3/5গমের সরকারি ক্রয় হ্রাসের কারণে সরকার তিনটি রাজ্য - পঞ্জাব, রাজস্থান এবং হরিয়ানা বাদ দিয়ে সর্বত্র, পিএম গরিব কল্যাণ যোজনা (PMGKAY) সুবিধাভোগীদের জন্য গম বরাদ্দের প্রায় ৭৫% প্রতিস্থাপন করতে পারে। ফাইল ছবি: এপি (AP)
4/5টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবটি সরকারের কাছে রয়েছে। শীঘ্রই একটি সিদ্ধান্ত নেওয়া হতে পারে। (ছবিটি প্রতীকী, রাজ কে রাজ/হিন্দুস্তান টাইমস) (HT Photo)
5/5PMGKAY মহামারীর প্রেক্ষিতে চালু হয়েছিল। সেপ্টেম্বর এই প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। এর জন্য সরকারের প্রায় ১০ মিলিয়ন টন (MT) গমের প্রয়োজন। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)