বাংলা নিউজ > ছবিঘর > ONGC exploration in South China Sea: বেজিংয়ের রক্তচাপ বাড়িয়ে দক্ষিণ চিন সাগরের বিস্তীর্ণ এলাকায় তেলের খোঁজ করবে ONGC

ONGC exploration in South China Sea: বেজিংয়ের রক্তচাপ বাড়িয়ে দক্ষিণ চিন সাগরের বিস্তীর্ণ এলাকায় তেলের খোঁজ করবে ONGC

দক্ষিণ চিন সাগর নিয়ে একাধিক দেশের দাবির অন্ত নেই। এই বিতর্কিত অঞ্চলে নিজেদের আধিপত্য বিস্তারে মরিয়া চিন। 'ইতিহাসের' দোহাই দিয়ে এই অঞ্চলের ছোট ছোট দেশগুলির ওপর খবরদারি চালাতে চায় বেজিং। আর এই দক্ষিণ চিন সাগরেই তেলের খোঁজ করবে ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা।