ওয়ানিন্দু হাসারাঙ্গার থেকে বেগুনি টুপির দখল নিলেন যুজবেন্দ্র চাহাল। গুটি গুটি লড়াইয়ে ঢুকে পড়লেন মহম্মদ শামিও। পার্পল ক্যাপের সাপ-লুডোর খেলা কিন্তু বেশ জমে গিয়েছে। দেখে নিন আপডেটেড তালিকা:
1/5রবিবার লখনউ সুপার জায়ান্টলের বিরুদ্ধে ১ উইকেট নিয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে টপকে ফের পার্পল ক্যাপ তালিকায় শীর্ষস্থান দখল করল যুজবেন্দ্র চাহাল। ১৩ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা দাঁড়াল ২৪। ছবি: এএনআই
3/5কাগিসো রাবাডা আবার বেগুনি টুপির লড়াইয়ে তিনে রয়েছেন। ১১টি ম্যাচে তিনি মোট ২১টি উইকেট সংগ্রহ করেছেন তিনি। ছবি: এএনআই
4/5চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২ উইকেট নিয়ে পার্পল ক্যাপের লড়াইয়ে ঢুকে পড়লেন মহম্মদ শামি। ১৩ ম্যাচে ১৮টি উইকেট সংগ্রহ করে ফেলেছেন তিনি। ছবি: পিটিআই
5/5পার্পল ক্যাপের দৌ়ড়ে পাঁচে নেমে গেলেন হার্ষাল প্যাটেল। ১২ ম্যাচ খেলে তিনি ১৮ উইকেট নিয়েছেন। কুদলদীপ যাদব আবার ১২ ম্যাচে ১৮টি উইকেট নিয়ে রয়েছেন ছয়ে। টি নটরাজন ১০ ম্যাচে ১৮ এবং উমরান মালিক ১২ ম্যাচে ১৮টি করে উইকেট নিয়ে পার্পল ক্যাপের তালিকায় যথাক্রমে সাত এবং আটে রয়েছেন। ছবি: এএনআই