Updated: 21 Jul 2022, 03:34 PM IST
লেখক Priyanka Bose
জাহ্নবী নীল করসেট জাম্পস্যুটে নতুন ফটোশ্যুটের ছবি শেয়ার করেছেন। নায়িকার এই লুক নিয়ে চর্চা নেটমাধ্যমে।
1/7আসন্ন সিনেমা ‘গুড লাক জেরি’র প্রচারে ব্যস্ত অভিনেত্রী জাহ্নবী কাপুর। সম্প্রতি নীল জম্পস্যুটে বোল্ড লুকে ধরা দিয়েছেন এই বলি ডিভা। চোখে মুন গ্লাস পরা, নতুন ফটোশ্যুটের ছবি শেয়ার করেছেন জাহ্নবী। (ছবি ইনস্টাগ্রাম) (Instagram/@janhvikapoor)
2/7জাহ্নবী ফ্যাশন ডিজাইনার হাউস Antithesis থেকে এই পোশাকটি বেছে নিয়েছেন। গাঢ় নীল জাম্পস্যুটে নেটমাধ্যমে তাক লাগাচ্ছেন নায়িকা। (Instagram/@janhvikapoor)
3/7জাহ্নবীর নীল করসেট জাম্পস্যুট অফ-শোল্ডার। মিডরিফের কাছাকাছি স্বচ্ছ আবরণ রয়েছে। ফ্য়াশনের মামলায় বি-টাউনের যে কোনও প্রথম সারির অভিনেত্রীকে টেক্কা দিতে পারেন তিনি। (Instagram/@janhvikapoor)
4/7বরাবরের মতোই ফটোশ্যুটে বোল্ড মেজাজে ধরা দিয়েছেন নায়িকা। ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আমি তোমার ব্লুবার্ড হব’। তাঁর লেটেস্ট ফটোশ্যুট দেখে চোখ ধাঁধিয়েছে নেটিজেনের। (Instagram/@janhvikapoor)
5/7ফ্যাশন স্টাইলিস্ট তানিয়া ঘাভরি জাহ্নবীর এই লুক তৈরি করেছেন। হালকা কোকড়ানো, চুল খোলাই রেখেছেন তিনি। রূপটানে ঋদ্ধিমা শর্মা। অভিনেত্রীর এই ফটোশ্যুটে রীতিমতো ঘুম উড়িয়েছেন নেটনাগরিকদের একাংশের। (Instagram/@janhvikapoor)
6/7অভিনেত্রী নেটমাধ্যমে ছবি শেয়ার করতেই হু হু করে ভাইরাল। নেটিজেনরা দারুণ প্রশংসা করেছেন জাহ্নবীর এই লুকের। জাহ্নবী কাপুরের নতুন ফটোশ্যুটে চোখ ফেরাতে পারছেন না ভক্তরা। (Instagram/@janhvikapoor)
7/7সিদ্ধার্থ সেন পরিচালিত জাহ্নবী অভিনীত ছবি ‘গুড লাক জেরি’ ২৯শে জুলাই ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে। অন্যদিকে 'বাওয়াল'-এ প্রথম বার জুটি বাঁধতে চলেছেন জাহ্নবী-বরুণ। পোল্যান্ডে এই ছবির শ্যুটিং করতে গিয়েছিলেন নায়িকা। (Instagram/@janhvikapoor)