জয়া আহসানকে দেখে চোখ ফেরাতে পারছেন না নেটপাড়ার বড় একটা অংশ।
1/5দুইপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ‘ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’-এর তরফে আয়োজিত ‘সিনেমার সমাবর্তন’-র তরফে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন কর হয়েছিল। আর সেখানেই জয়ার হাতে তুলে দেওয়া হয় সেরা অভিনেত্রীর সম্মান।
2/5‘বিনি সুতোয়’ সিনেমার জন্য তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার মঞ্চে হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। ‘রবিবার’ সিনেমায় একসাথে দেখা মিলেছিল এই দুই তারকার। প্রসঙ্গত ‘বিনি সুতোয়’ জয়ার সাথে দেখা গিয়েছিল ঋত্বিক চক্রবর্তীকে।
3/5অ্যাওয়ার্ড পাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জয়া লেখেন, ‘সেরা অভিনেত্রীর এই পুরস্কার আমাকে সম্মানিত করেছে। কৃতজ্ঞতা জুরি বোর্ডকে এমন একটি পুরস্কারের জন্য আমাকে নির্বাচনকরায়। ধন্যবাদ অতনু দা এবং সিনেমার পুরো টিমকে, আমার ওপর আস্থা রাখার জন্য। দর্শকদের ভালোবাসা।’
4/5নীল মসলিনের শাড়িতে মঞ্চে হাজির হয়েছিলেন জয়া। হাই নেক-ফুল হাতা ব্লাউজ পরেছিলেন শাড়ির সাথে। কানে ও গলায় ভারি জড়োয়ার গয়না। জয়ার এই রূপের প্রশংসা করেছেন সকলেই।
5/5ভারতে জয়ার অভিনীত প্রথম ছবির নাম ‘বিসর্জন’। এরপর ‘বিজয়া’, ‘কণ্ঠ’, ‘ক্রিসক্রস’র মতো একাধিক ছবিতে কাজ করেছেন। বছরের অনেকটা সময় কাজের সূত্রে এদেশেই থাকেন তিনি।