রাজস্থানের এই অংশ যে পরিমাণে লিথিয়াম রয়েছে, তা দে... more
রাজস্থানের এই অংশ যে পরিমাণে লিথিয়াম রয়েছে, তা দেশের চাহিদার ৮০ শতাংশই মিটিয়ে দিতে পারবে বলে দাবি সরকারি কর্তাদের। ফেব্রুয়ারিতে জম্মু ও কাশ্মীরে প্রথমবার লিথিয়ামের মজুদ পাওয়া যায়। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জানায়, জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় প্রায় ৫৯ লক্ষ টন লিথিয়ামের মজুদ রয়েছে।
1/5ফের লিথিয়ামের বড়সড় ভাণ্ডার মিলল রাজস্থানের দেগানায়। এমনটাই জানিয়েছে রাজ্য সরকার। উল্লেখযোগ্য বিষয় হল জিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া(GSI)-র আধিকারিকরা জানিয়েছেন, সাম্প্রতিক শোরগোল ফেলে দেওয়া জম্মু ও কাশ্মীরের চেয়েও এখানে মজুদের ভাণ্ডার সম্ভবত বেশি। আর সেটাই নতুন করে ভাবাচ্ছে আধিকারিকদের। এর ফলে রাজস্থানের ওই অঞ্চলের অর্থনীতিতে বিশাল প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (HT_PRINT)
2/5রাজস্থানের এই অংশ যে পরিমাণে লিথিয়াম রয়েছে, তা দেশের চাহিদার ৮০ শতাংশই মিটিয়ে দিতে পারবে বলে দাবি সরকারি কর্তাদের। ফেব্রুয়ারিতে জম্মু ও কাশ্মীরে প্রথমবার লিথিয়ামের মজুদ পাওয়া যায়। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জানায়, জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় প্রায় ৫৯ লক্ষ টন লিথিয়ামের মজুদ রয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (HT_PRINT)
3/5লিথিয়াম অনেক হালকা এবং নরম ধাতু। এই খনিজে সঞ্চিত রাসায়নিক শক্তিকে আবৃত করে তা বৈদ্যুতিক শক্তি সঞ্চয়ে সাহায্য করে। লিথিয়াম ইলেকট্রিক যানবাহনের ব্যাটারির অন্যতম প্রধান উপাদান। বর্তমানে, ভারত লিথিয়াম, নিকেল এবং কোবাল্টের মতো বেশ কিছু খনিজের জন্য আমদানির উপর নির্ভরশীল। ইদানীং লিথিয়াম সহ বেশ কিছু খনিজের ভারতেই খনির খোঁজে রয়েছে ভারত। জম্মু ও কাশ্মীরে লিথিয়ামের ভাণ্ডার মেলার পর থেকে ভবিষ্যতে এটি ঘিরে যানবাহন সেক্টরে শক্তি বৃদ্ধির স্বপ্ন দেখছে ভারত। ফাইল ছবি: মিন্ট (HT_PRINT)
4/5বর্তমানে বিশ্বের ৪৭ শতাংশ লিথিয়াম অস্ট্রেলিয়ায় রয়েছে। ৩০ শতাংশ চিলিতে এবং ১৫ শতাংশ চিন থেকে উত্তোলিত হয়। চিনে বিশ্বের ৫৮ শতাংশ লিথিয়াম মেলে। চিলিতে ২৯ শতাংশ এবং আর্জেন্টিনায় ১০ শতাংশ। ফাইল ছবি: এপি (HT_PRINT)
5/5গত মাসে, খনি মন্ত্রকের সচিব বিবেক ভরদ্বাজ বলেন, জম্মু ও কাশ্মীরের সাম্প্রতিক আবিষ্কারের মতোই দেশের আরও নানা প্রান্তে বিস্তৃত অনুসন্ধান প্রক্রিয়া চলছে। এর মাধ্যে আগামিদিনে খনিজের প্রাপ্যতা সম্পর্কিত চ্যালেঞ্জ মোকাবিলা করার প্রচেষ্টা করা হচ্ছে। ফাইল ছবি: রয়টার্স (HT_PRINT)