RBI এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উক্ত NBFC-গুল... more
RBI এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উক্ত NBFC-গুলির রেজিস্ট্রেশন শংসাপত্র বাতিল করা হয়েছে। এগুলি হল কুর্গ টি কোম্পানি, ত্রিমূর্তি ফিনভেস্ট, ইস্ট ওয়েস্ট ফিনভেস্ট ইন্ডিয়া, জেভি মোদি সিকিউরিটিজ, কে কে প্যাটেল ফাইন্যান্স, পূরভি ফিনভেস্ট এবং জেনফিন ক্যাপিটাল প্রাইভেট লিমিটেড।
1/5সাতটি নন-ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানির(NBFC) অনুমোদন বাতিল করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক(RBI)। ১২ মে এমনটাই জানিয়েছে RBI। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
2/5RBI এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উক্ত NBFC-গুলির রেজিস্ট্রেশন শংসাপত্র বাতিল করা হয়েছে। এগুলি হল কুর্গ টি কোম্পানি, ত্রিমূর্তি ফিনভেস্ট, ইস্ট ওয়েস্ট ফিনভেস্ট ইন্ডিয়া, জেভি মোদি সিকিউরিটিজ, কে কে প্যাটেল ফাইন্যান্স, পূরভি ফিনভেস্ট এবং জেনফিন ক্যাপিটাল প্রাইভেট লিমিটেড। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
3/5আরও, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এই কোম্পানিগুলি একটি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের ব্যবসা লেনদেন করবে না। কুর্গ টি কোম্পানির অনুমোদন বাতিলের আদেশ ছিল ২০ এপ্রিল, জেনফিন ক্যাপিটাল প্রাইভেট লিমিটেডের বাতিল হয়েছে ২৬ এপ্রিল ছিল, এবং বাকি কোম্পানিগুলির ২৪ এপ্রিল বাতিল করা হয়েছে। এমনটাই লেখা হয়েছে বিজ্ঞপ্তিতে। (ছবি: রয়টার্স) (Reuters)
4/5আরও এক পৃথক প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, RBI জানিয়েছে ১৪টি NBFC তাদের লাইসেন্স সমর্পণ করেছে। এর মধ্যে Icseva Finance Pvt, L&T Infrastructure Development Projects Ltd, এবং Wondermax Mercantile Pvt Ltd রয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Reuters)
5/5এই সাতটি সংস্থাকে ব্যবসা বন্ধ করে লাইসেন্স সমর্পণ করেছে এবং বাকি দু'টি আনরেজিস্ট্রার্ড কোর ইনভেস্টমেন্ট কোম্পানির (CIS) অধীনে পড়ছে। ফলে সেগুলির রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। ফাইল ছবি: রয়টার্স (Reuters)