Rahul Gandhi on contesting from Amethi: 'আমেঠি থেকে ভোটে লড়বেন?' বাউন্সারের হাত থেকে বাঁচতে কার ঘাড়ে দায় চাপালেন রাহুল
Updated: 17 Apr 2024, 12:54 PM ISTলোকসভা নির্বাচনে কি আমেঠি থেকে লড়বেন রাহুল গান্ধী? এই আসন থেকেই এককালে সাংসদ নির্বাচিত হয়েছিলেন তাঁর কাকা সঞ্জয় গান্ধী, বাবা রাজীব গান্ধী, মা সোনিয়া গান্ধী। এই আসনে টানা ১৫ বছর সাংসদ থেকেছেন রাহুল নিজে। তবে গতবার এখান থেকে তিনি হেরেছিলেন।
পরবর্তী ফটো গ্যালারি