₹820 Crores Credited Erroneously: 'ভুল করে' ৮২০ কোটি গেল গ্রাহকদের অ্যাকাউন্টে, মাথায় হাত এই সরকারি ব্যাঙ্কের
Updated: 17 Nov 2023, 07:54 AM ISTরাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ইউকোর অনেক গ্রাহকদের অ্যাকাউন্টে ভুল করে ঢুকেছে টাকা। জানা গিয়েছে, ইমিডিয়েট পেমেন্ট সিস্টেম বা আইএমপিএস-এ গলদ থাকার জেরেই এই ঘটনা ঘটেছে। মোট ৮২০ কোটি টাকা ভুল করে অন্যের অ্যাকাউন্টে গিয়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যে অধিকাংশ টাকাই নাকি ব্যাঙ্ক ফেরাতে সক্ষম হয়েছে।
পরবর্তী ফটো গ্যালারি