Income Tax Return: ২০২১-২২ আর্থিক বছরের জন্য আয়কর রিটার্ন (ITR) দাখিলের শেষ তারিখ ৩১ জুলাই ২০২২৷ তাই উপার্জন করেন এমন সব ব্যক্তিকেই সময়সীমার মধ্যে তাঁর ITR ফাইল করার পরামর্শ দেওয়া হচ্ছে৷ যে উপার্জনকারীদের আয় বছরে আড়াই লাখের সীমার নিচে, তাঁদেরও আয়কর রিটার্ন ফাইল করার দাবি জানানো হচ্ছে। আয়কর নোটিশ এড়াতেই ট্যাক্স রিটার্ন দাখিল করার পরামর্শ দেওয়া হচ্ছে। পাসপোর্ট রিনিউয়াল সহ একাধিক সরকারি কাজে আয়কর রিটার্ন ফাইল করা থাকলে সুবিধা পাবেন।
1/4অনেক সময়ই আমরা প্রত্যাশার থেকে কম রিফান্ড পেয়ে থাকি। অনেক সময় রিফান্ডের বদলে আমাদের কর দিতে বলা হয়। এর কারণ, আয়কর রিটার্ন ফাইল করার সময় নির্দিষ্ট স্থানে আমরা টিডিএস ডিডাকশনকে ক্রেডিট করি না। তাতে আয়করের ‘ব্যালেন্স শিট’ বিগড়ে যেতে পারে। উদাহরণ – স্যালারির পাশাপাশি যদি কোনও প্রফেশনাল রিসিট থেকে থাকে, তাহলে সেগুলি আলাদা ভাবে ফাইল করতে হবে। প্রফেশনাল রিসিট যদি স্যালারির সঙ্গে ফাইল করা হয় তাহলে আয়কর দফতরের থেকে নোটিশ পেতে পারেন আপনি। (PTI)
2/4আয়কর রিটার্নে রিফান্ড আসতে দেরি হতে পারে যদি না আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেট করা থাকে। আপনার আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক থাকতে হবে। এতে ব্যাঙ্ক জলদি আপনার রিফান্ডের প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। (PTI)
3/4সঠিক আয়কর রিঠার্নের ফর্ম বেছে নিয়ে ফাইল করতে হবে। যদি কারোর একের অধিক বসত বাড়ি বা সম্পত্তি থাকে, সেক্ষেত্রে সেই করদাতা আইটিআর-১ ফর্ম ভরতে পারেন না। (PTI)
4/4ফর্ম ১৬ বাদে আর কর ছাড় মেলে না বলে মনে করেন অনেকেই। যেমন সন্তানের টিউশন ফি বা আরটিপিসআর টেস্ট কর ছাড়ের আওতায় পড়ে। (PTI)