বিশ্বজুড়ে শুরু হয়েছে ক্রিসমাসের কাউন্টডাউন। উত্সব... more
বিশ্বজুড়ে শুরু হয়েছে ক্রিসমাসের কাউন্টডাউন। উত্সবের আলোয় ঝলমলিয়ে উঠেছে দোকানপাট, শুরু হয়েছে উপহার কেনার হুড়োহুড়ি। সেই আনন্দ থেকে বঞ্চিত নন মহাকাশচারী বিজ্ঞানীরাও। তবে তাঁদের জন্য সান্তা ক্লজ নন, উপহারের ঝুলি কাঁধে কেপ ক্যানাভেরাল উত্ক্ষেপণ কেন্দ্র থেকে তিন দিন আগে রওনা দেয় স্পেস এক্স ড্রাগন মহাকাশযান। রবিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে সেই যান। মহাকাশ বিজ্ঞানীদের জন্য আনা ড্রাগনের উপহার তালিকাও অভিনব। মোট ৫৭০০ পাউন্ড ওজনের উপহার সামগ্রীর মধ্যে রয়েছে জেনেটিক প্রক্রিয়ায় সৃষ্টি ‘অতিকায় ইঁদুর’ এবং কৃষি গবেষণায় ব্যবহারের জন্য ১,২০,০০০টি কেঁচো। এ ছাড়া মানুষের কথা বুঝতে পারে, এমন উন্নত প্রযুক্তির রোবট CIMON-2।