বাংলা নিউজ > ছবিঘর > VAT on Diesel Hiked: ডিজেলে লিটারপিছু ৩ টাকা করে বাড়ল ভ্যাট, বড় ঘোষণা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর

VAT on Diesel Hiked: ডিজেলে লিটারপিছু ৩ টাকা করে বাড়ল ভ্যাট, বড় ঘোষণা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর

একদিকে যেখানে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব কংগ্রেস। সেখানে হিমাচলপ্রদেশে সেই কংগ্রেসেরই সরকার বাড়িয়ে দিল ডিজেলের দাম। এর জেরে ঘুর পথে আম জনতার পকেটে চাপ পড়তে পারে বলে মনে করা হচ্ছে। তবে নিজেদের পদক্ষেপের পক্ষে যুক্তি দিয়েছে হিমাচল সরকার।