বাংলা নিউজ > ময়দান > ২০২১ এর অ্যাকশন রিপ্লে! আবার US Open এর ফাইনালে মুখোমুখি জকোভিচ-মেদভেদেভ

২০২১ এর অ্যাকশন রিপ্লে! আবার US Open এর ফাইনালে মুখোমুখি জকোভিচ-মেদভেদেভ

আবার US Open এর ফাইনালে মুখোমুখি জকোভিচ-মেদভেদেভ (ছবি-এক্স)

US Open 2023 Final: এ বারের ইউএস ওপেনের ফাইনালে আর জকোভিচ বনাম আলকারাজের ম্যাচ হবে না। বরং এবারের ইউএস ওপেনে হতে চলেছে ২০২১ এর ফাইনালের রিপ্লে। কারণ, জকোভিচ ফাইনালে খেলবেন রাশিয়ান টেনিস তারকা দানিল মেদভেদেভের বিরুদ্ধে।

US Open 2023 Final: আমেরিকার বেন শেল্টনকে ইউএস ওপেনের সেমিফাইনালে হারালেন নোভাক জকোভিচ। ফলে চলতি ইউএস ওপেনের ফাইনালে চলে গেলেন নোভাক জকোভিচ। টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই জকোভিচ সেমিফাইনালে স্ট্রেট সেটে হারান অবাছাই বেন শেলটনকে। জকোভিচ জেতেন ৬-৩, ৬-২, ৭-৬ (৭-৪) গেমে। অন্যদিকে ইউএস ওপেনের অন্য সেমিফাইনালে গত বারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজকে হারিয়ে দিলেন ড্যানিল মেদভেদেভ। চার সেটের লড়াইয়ে এই ম্যাচ জেতেন মেদভেদেভ। দ্বিতীয় সেমিফাইনালে মেদভেদেভ ৭-৬ (৭-৩), ৬-১, ৩-৬, ৬-৩ গেমে হারান আলকারাজকে। ফলে এ বারের ইউএস ওপেনের ফাইনালে আর জকোভিচ বনাম আলকারাজের ম্যাচ হবে না। বরং এবারের ইউএস ওপেনে হতে চলেছে ২০২১ এর ফাইনালের রিপ্লে। কারণ, জকোভিচ ফাইনালে খেলবেন রাশিয়ান টেনিস তারকা দানিল মেদভেদেভের বিরুদ্ধে।

সেমিফাইনালে আমেরিকার বেন শেল্টনের বিরুদ্ধে প্রথম দু’টি সেট সহজেই জেতেন জকোভিচ। তৃতীয় সেটে অবশ্য ঘুরে দাঁড়ান মার্কিনি টেনিস তারকা। এই সেট গড়ায় টাইব্রেকারে। সেই সেটটি অবশ্য ঠাণ্ডা মাঠায় খেলে ম্যাচ বের করেন জকোভিচ। এই ম্যাচের ফল হয়েছিল ৬-৩, ৬-২, ৭-৬ (৭-৪)। খেলা শেষ হওয়ার পরে জোকোভিচের ‘ফোন কল সেলিব্রেশন’ গোটা আর্থার অ্যাশ স্টেডিয়ামকে মাতিয়ে দেয়। কারণ, এ বারের প্রতিযোগিতায় আগের ম্যাচগুলি জিতে এ ভাবেই উৎসব করেছিলেন শেলটন।

অপর সেমিফাইনালে গত বারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ ও দানিল মেদভেদেভের হাড্ডাহাড্ডি লড়াই হয়। চার সেটের পরে এই লড়াই জেতেন মেদভেদেভ। আলকারাজের বিরুদ্ধে দানিলের ম্যাচের প্রথম সেটই গড়ায় টাইব্রেকারে। তাতে মেদভেদেভ জেতেন ৭-৩ ব্যবধানে। দ্বিতীয় সেটে আলকারাজকে দাঁড়াতেই দেনন রুশ তারকা। তৃতীয় সেটে আবার রুখে দাঁড়ান তরুণ স্পেনের প্লেয়ার। কিন্তু চতুর্থ সেটে আর মেদভেদেভের বিরুদ্ধে পেরে ওঠেননি আলকারাজ। ফাইনালের টিকিট পাকা করেন মেদভেদেভ। ম্যাচের ফল ছিল ৭-৬ (৭-৩), ৬-১, ৩-৬, ৬-৩।

এদিনের ম্যাচের পরে মেদভেদেভ বলেন, ‘রবিবার এখানে খেলতে পারব ভেবে দারুণ লাগছে। যার ২৩টা গ্র্যান্ড স্ল্যাম আছে তাঁর বিরুদ্ধে আমাকে খেলতে হচ্ছে। আমার একটাই গ্র্যান্ড স্ল্যাম। চ্যালেঞ্জটা তো এটাই। ২০২১ সালে এখানেই ওকে হারিয়েছিলাম। যা খেলি তার থেকে ভালো খেলেছিলাম। নিজেই নিজেকে ছাপিয়ে গিয়েছিলাম। আরও এক বার সেটাই করতে হবে। এ ছাড়া আর কোনও উপায় নেই।’ এ বার ১১ সেপ্টেম্বর আর্থার অ্যাশ স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হতে চলেছেন নোভাক জকোভিচ ও দানিল মেদভেদেভ।

বন্ধ করুন