শুভব্রত মুখার্জি: চলতি এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় দল। নিজেদের প্রথম ম্যাচে চিনকে উড়িয়ে দিয়েছে তারা। ৭-২ গোলে চিনকে হারানোর পর এদিন মালয়েশিয়ার বিরুদ্ধেও দুরন্ত জয় ছিনিয়ে নিল হরমনপ্রীতরা। মালয়েশিয়াকে ৫-০ গোলে বিপর্যস্ত করল ভারতীয় দল। আর এই জয়ের ফলেই লিগ তালিকার একেবারে শীর্ষে চলে গেল ভারতীয় দল। আর এই ফলাফলের পরেই কার্যত সেমিফাইনালে চলে গেল ভারতীয় পুরুষ হকি দল।
এদিন চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণান স্টেডিয়ামে প্রথম থেকেই আক্রমণাত্মক খেলা খেলে ভারতীয় দল। আর তার জেরেই তুলে নেয় এক সহজ জয়। মালয়েশিয়াকে হারিয়ে টু্র্নামেন্টে ফের জয়ের সরণীতে ফিরল ভারতীয় দল।এদিন ভারত ম্যাচ জেতার পাশাপাশি, এক অনন্য কৃতিত্বও অর্জন করলেন ভারত অধিনায়ক হরমনপ্রীত সিং। নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৫০তম গোলটি এদিন করলেন হরমনপ্রীত। প্রসঙ্গত চলতি টু্র্নামেন্টে এটি ভারতের দ্বিতীয় জয়। ভারতের পরবর্তী ম্যাচ দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে।
এদিন ক্লোজ ম্যাচ আশা করেছিল স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা। তবে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলা মালয়েশিয়া দলকে এদিন তাদের স্বাভাবিক খেলা খেলতেই দেয়নি ভারতীয় মিডফিল্ডাররা। কোনও রকম স্পিড তোলা বা জায়গা নিয়ে খেলার সুযোগই দেয়নি ভারত। উল্টে অত্যন্ত গতিতে কাউন্টার অ্যাটাক করতে দেখা যায় ভারতকে। ভারতীয় মিডফিল্ডাররা এদিন বারবার দিক পরিবর্তন করে খেলার ফলে সমস্যায় পড়ে যায় মালয়েশিয়া দল। বিবেক সাগর প্রসাদ, সুমিত এবং হার্দিক সিং এদিন মিডফিল্ডে দুরন্ত খেলেন। মালয়েশিয়ার দুই স্ট্রাইকার শেল্লো সিলভরিয়াস এবং কমল অ্যাবি ভারতের গোলমুখ খোলার সুযোগ একেবারেই পাননি বললেই চলে। ভারতীয় ডিফেন্সেও এদিন দারুণ ফর্মে ছিলেন জারমানপ্রীত সিং এবং যুগরাজ সিং। ম্যাচের প্রথম কোয়ার্টারের একেবারে শেষ দিকে ১৫ মিনিটে ভারতের হয়ে স্কোরি করেন স্থানীয় ছেলে সেলভাম কার্তি। দ্বিতীয় কোয়ার্টারে কোনও গোল হয়নি। তৃতীয় কোয়ার্টারে ৩২ মিনিটে হার্দিক সিং গোল করে লিড দ্বিগুণ করেন। ৪২ মিনিটে গোল করে নিজের ক্যারিয়ারের ১৫০তম গোলটি তুলে নেন হরমনপ্রীত সিং। এর পর শেষ কোয়ার্টারে ৫৩ এবং ৫৪ মিনিটে পরপর দুটি গোল করে ম্যাচ জয় নিশ্চিত করে ভারত। ৫৩ মিনিটে ৪-০ করেন গুরজান্ত সিং। ৫৪ মিনিটে ভারতের হয়ে পঞ্চম গোল করে ম্যাচ জয় নিশ্চিত করেন যুগরাজ সিং।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।