শুভব্রত মুখার্জি: এশিয়ান গেমসের মঞ্চে এতদিন ব্যাডমিন্টন কোর্টে ভারত যা করে দেখাতে পারেনি, তাই হ্যাংঝাউয়ে করে দেখিয়েছেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি। পুরুষদের ডাবলসে প্রথম ভারতীয় জুটি হিসেবে এশিয়ান গেমসের মঞ্চে সোনা জিতেছে সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি। ভারতের ব্যাডমিন্টন ইতিহাসে নজির গড়েছেন তাঁরা। ভক্তদের আদরের ‘সা-চি’ জুটি ব্যাডমিন্টন ডাবলসে হারিয়ে দিয়েছেন কোরিয়ান জুটিকে। খেলার ফল তাঁদের পক্ষে ২১-১৮, ২১-১৬। সেই সোনা জয়ের পর ‘সা-চি’ জুটি বেশ অকপটে কথা বললেন। তাঁরা বললেন, 'দলগত ইভেন্টে যখন অন্য দেশের জাতীয় সংগীত বাজছিল খারাপ লাগছিল (২-০ ব্যবধানে এগিয়ে চিনের কাছে ফাইনালে হেরে গিয়েছিল ভারত)। তাই পুরুষদের ডাবলসে জয়ের দিনটা আমাদের কাছে গর্বের দিন।'
রেভস্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁরা জানালেন, ‘কমনওয়েলথ গেমসে আমরা সোনা জিতেছিলাম। যেখানেই আমরা সুযোগ পাব নিজেদের সেরাটা দেব। দেশের হয়ে বিশ্বমঞ্চে পদক জয়ের গর্ব আলাদা। দলগত ইভেন্টে যখন আমরা অল্পের জন্য সোনা মিস করি, খুব খারাপ লেগেছিল। আমরা চেয়েছিলাম ডাবলসে সেই হতাশা দূর করতে। তাই এটা আমাদের গর্বের দিন।’
তাঁরা বলতে থাকেন, 'এই মুহূর্তগুলোর জন্য আমরা বাঁচি। আমাদের কাছে অমূল্য এটা মুহূর্ত। প্রতিদিন এই মুহূর্ত আসবে না। ভারতের হয়ে সোনা জিততে পেরে আমরা খুশি। ব্যক্তিগত রেকর্ড নিয়ে আমরা ভাবিনি। আমরা দেশের হয়ে সেরাটা উজাড় করে দিতে চেয়েছিলাম। বিশ্ব ক্রমপর্যায়ে আমরা এক নম্বরে রয়েছি কি থাকছি না, সেটা গুরুত্বপূর্ণ নয়। এশিয়ান গেমসে দেশের হয়ে এই সোনা জিততে পারাটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল।'
সা-চি জুটি আরও যোগ করেন, 'এই টুর্নামেন্টে নামার আগে আমাদের পারফরম্যান্স খুব বেশি ভালো ছিল না। তবে আমাদের নিজেদের প্রতি নিজেদের খেলার প্রতি বিশ্বাস ছিল যে আমরা ভালো করব। আর সেটাই এখানে আমরা করে দেখাতে পেরেছি। দুই সপ্তাহ আমরা কঠোর অনুশীলন করেছি। তার ফল আমরা পেয়েছি।'
কোর্টে কোন বোঝাপড়ার অভাব হচ্ছিল কিনা, সেই বিষয়ে তাঁরা জানান, 'সবটাই ছন্দের বিষয়। আমরা মাঝে -মাঝে অনিশ্চিত হয়ে পড়ছিলাম। আমরা সোনা জিতি বা রুপো জিতি, সেটা বড় কথা নয়। আমরা নিজেদের ম্যাচ উপভোগ করে খেলতে চেয়েছিলাম। আর সেটাই আমরা করতে সমর্থ হয়েছি। আমাদের মনে কোনও দুঃখ নেই। নিজেদের সেরাটা আমরা উজাড় করে দিতে এসেছিলাম আর তা করতে পেরে আমরা খুব আনন্দিত।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।