প্রত্যাশা মতোই এশিয়ান গেমসের ছেলেদের ক্রিকেট ইভেন্টের সেমিফাইনালে উঠল পাকিস্তান। কোয়ার্টার ফাইনালে দুর্বল হংকংকে হারিয়ে দেয় দ্বিতীয় বাছাই পাক দল। যদিও পাকিস্তানের ব্যাটিং আহামরি হয়নি মোটেও। তবে ম্যাচে দু'দলের মধ্যে তফাৎ গড়ে দেন পাক বোলাররা।
টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে পাকিস্তান। তারা নির্ধারিত ২০ ওভারে ১৬০ রান তুলে অল-আউট হয়ে যায়। ব্যাট হাতে বিশেষ নজর কাড়তে পারেননি কোনও পাক তারকাই। ৯ নম্বরে ব্যাট করতে নেমে আমের জামাল দলকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেন। দলের হয়ে সব থেকে বেশি ৪১ রান করেন তিনি। ১৬ বলের ধ্বংসাত্মক ইনিংসে আমের ২টি চার ও ৪টি ছক্কা মারেন।
নাহলে পাকিস্তান একসময় ১৮.৩ ওভারে ১২৬ রানে ৮ উইকেট হারিয়ে বসে। ম্যাচের সেই পর্যায়ে এগিয়ে দেখাচ্ছিল হংকংকেই। এছাড়া পাকিস্তানের হয়ে এদিন ওমর ইউসুফ ২১, রোহেল নাজির ১৩, ক্যাপ্টেন কাসিম আক্রম ১২, খুশদিল শাহ ১৩, আসিফ আলি ২৫, আরাফত মিনহাস ২৫, হায়দার আলি ৪ ও সুফিয়ান মুকিম ১ রান করেন। খাতা খুলতে পারেননি মির্জা বেগ ও আর্শাদ ইকবাল।
হংকংয়ের হয়ে ৪ ওভারে ৪৯ রান খরচ করে ৪টি উইকেট তুলে নেন আয়ুষ শুক্লা। ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে ৩টি উইকেট পকেটে পোরেন মহম্মদ গজনফর। ১৮ রানে ২টি উইকেট নিয়েছেন আনাস খান। ২৮ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন এহসান খান।
পালটা ব্যাট করতে নেমে হংকং ১০০ রানের গণ্ডিও টপকাতে পারেনি। তারা ১৮.৫ ওভারে ৯২ রানে অল-আউট হয়ে যায়। ৬৮ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে শেষ চারের টিকিট নিশ্চিত করে পাকিস্তান।
হংকংয়ের হয়ে নিজাকত খান ১১, বাবর হায়াত ২৯, শিব মাথুর ১০, এহসান খান ১৫ ও নিয়াজ আলি ১২ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। শূন্য রানে আউট হন হংকংয়ের চারজন ব্যাটসম্যান।
পাকিস্তানের খুশদিল শাহ ৪ ওভারে ১৩ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন। ২টি করে উইকেট নিয়েছেন আরাফত মিনহাস, সুফিয়ান মুকিম ও কাসিম আক্রম।
পাকিস্তান সেমিফাইনালে মাঠে নামবে তৃতীয় কোয়ার্টার ফাইনালের বিজয়ী দলের বিরুদ্ধে। অর্থাৎ, শ্রীলঙ্কা বনাম অফগানিস্তান ম্যাচে যে দল জিতবে, তাদের বিরুদ্ধে শেষ চারের লড়াইয়ে নামতে হবে পাকিস্তানকে। অন্যদিকে ভারত সেমিফাইনাল খেলবে চতুর্থ কোয়ার্টার ফাইনালের (বাংলাদেশ বনাম মালয়েশিয়া) জয়ী দলের বিরুদ্ধে। ভারত ও পাকিস্তান যদি নিজেদের সেমিফাইনাল ম্যাচ জিততে পারে, তবে এশিয়ান গেমসের ফাইনালে দেখা যাবে ভারত-পাক লড়াই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।