বাংলা নিউজ > ময়দান > এশিয়ান গেমস ২০২৩ > Asian Games Cricket: নয় নম্বরে ব্যাট করতে নেমে পাকিস্তানকে উদ্ধার করলেন আমের, সেমিফাইনালে ভারতের সঙ্গে দেখা হবে কি?

Asian Games Cricket: নয় নম্বরে ব্যাট করতে নেমে পাকিস্তানকে উদ্ধার করলেন আমের, সেমিফাইনালে ভারতের সঙ্গে দেখা হবে কি?

কোয়ার্টার ফাইনালে হংকংকে হারাল পাকিস্তান। ছবি- পিসিবি।

Pakistan vs Hong Kong Asian Games 2023 Cricket: দুর্বল হংকংকে উড়িয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে উঠল পাকিস্তান ক্রিকেট দল।

প্রত্যাশা মতোই এশিয়ান গেমসের ছেলেদের ক্রিকেট ইভেন্টের সেমিফাইনালে উঠল পাকিস্তান। কোয়ার্টার ফাইনালে দুর্বল হংকংকে হারিয়ে দেয় দ্বিতীয় বাছাই পাক দল। যদিও পাকিস্তানের ব্যাটিং আহামরি হয়নি মোটেও। তবে ম্যাচে দু'দলের মধ্যে তফাৎ গড়ে দেন পাক বোলাররা।

টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে পাকিস্তান। তারা নির্ধারিত ২০ ওভারে ১৬০ রান তুলে অল-আউট হয়ে যায়। ব্যাট হাতে বিশেষ নজর কাড়তে পারেননি কোনও পাক তারকাই। ৯ নম্বরে ব্যাট করতে নেমে আমের জামাল দলকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেন। দলের হয়ে সব থেকে বেশি ৪১ রান করেন তিনি। ১৬ বলের ধ্বংসাত্মক ইনিংসে আমের ২টি চার ও ৪টি ছক্কা মারেন।

নাহলে পাকিস্তান একসময় ১৮.৩ ওভারে ১২৬ রানে ৮ উইকেট হারিয়ে বসে। ম্যাচের সেই পর্যায়ে এগিয়ে দেখাচ্ছিল হংকংকেই। এছাড়া পাকিস্তানের হয়ে এদিন ওমর ইউসুফ ২১, রোহেল নাজির ১৩, ক্যাপ্টেন কাসিম আক্রম ১২, খুশদিল শাহ ১৩, আসিফ আলি ২৫, আরাফত মিনহাস ২৫, হায়দার আলি ৪ ও সুফিয়ান মুকিম ১ রান করেন। খাতা খুলতে পারেননি মির্জা বেগ ও আর্শাদ ইকবাল।

হংকংয়ের হয়ে ৪ ওভারে ৪৯ রান খরচ করে ৪টি উইকেট তুলে নেন আয়ুষ শুক্লা। ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে ৩টি উইকেট পকেটে পোরেন মহম্মদ গজনফর। ১৮ রানে ২টি উইকেট নিয়েছেন আনাস খান। ২৮ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন এহসান খান।

আরও পড়ুন:- World Cup 2023: বিশ্বকাপে ভারতের প্রিয় প্রতিপক্ষ পাকিস্তান, ভয়ের কারণ অস্ট্রেলিয়া- ৯ দলের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার রেকর্ড

পালটা ব্যাট করতে নেমে হংকং ১০০ রানের গণ্ডিও টপকাতে পারেনি। তারা ১৮.৫ ওভারে ৯২ রানে অল-আউট হয়ে যায়। ৬৮ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে শেষ চারের টিকিট নিশ্চিত করে পাকিস্তান।

হংকংয়ের হয়ে নিজাকত খান ১১, বাবর হায়াত ২৯, শিব মাথুর ১০, এহসান খান ১৫ ও নিয়াজ আলি ১২ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। শূন্য রানে আউট হন হংকংয়ের চারজন ব্যাটসম্যান।

আরও পড়ুন:- World Cup 2023: গড়াপেটার কলঙ্ক মুছে ক্রিকেটে ফেরা ভারতীয় তারকাকে বিশ্বকাপে মেন্টর করল রশিদ খানের আফগানিস্তান

পাকিস্তানের খুশদিল শাহ ৪ ওভারে ১৩ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন। ২টি করে উইকেট নিয়েছেন আরাফত মিনহাস, সুফিয়ান মুকিম ও কাসিম আক্রম।

পাকিস্তান সেমিফাইনালে মাঠে নামবে তৃতীয় কোয়ার্টার ফাইনালের বিজয়ী দলের বিরুদ্ধে। অর্থাৎ, শ্রীলঙ্কা বনাম অফগানিস্তান ম্যাচে যে দল জিতবে, তাদের বিরুদ্ধে শেষ চারের লড়াইয়ে নামতে হবে পাকিস্তানকে। অন্যদিকে ভারত সেমিফাইনাল খেলবে চতুর্থ কোয়ার্টার ফাইনালের (বাংলাদেশ বনাম মালয়েশিয়া) জয়ী দলের বিরুদ্ধে। ভারত ও পাকিস্তান যদি নিজেদের সেমিফাইনাল ম্যাচ জিততে পারে, তবে এশিয়ান গেমসের ফাইনালে দেখা যাবে ভারত-পাক লড়াই।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

জীবন শাস্তি দেয় না,শেখায়! আমার পরীক্ষা শেষই হচ্ছে না! জন্মদিনেও আবেগঘন হার্দিক.. স্ত্রী ২ থেকে সরফিরা, পুজোর সপ্তাহে হলের ভিড় এড়িয়ে ঘরে বসে দেখুন এই সব ছবি 'আমিই ঢং করি!' মুখ্যমন্ত্রীর দেওয়া শাড়িতে সেজে জমিয়ে পোজ সৌমিতৃষার, কেমন লাগল? 'নবরাত্রির সময় একজন মহিলা মুখ্যমন্ত্রীকে ঘর থেকে বের করে দিয়েছে বিজেপি...' বোলিংয়ের সময় গম্ভীরের কোন টোটকায় সাফল্য পান নীতীশ? ম্যাচ জিতে রহস্য ফাঁস তারকার… ঢাক বাজছে চড়াম চড়াম, মেয়েকে নিয়ে গ্রামের পুজোয় কেষ্ট, দিলেন না অঞ্জলি দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা! মহাষ্টমীর দিন ছেলের সঙ্গে মায়ের সামনে হল্লোড় কোয়েলের বাংলাদেশের দুর্গাপুজোর অনুষ্ঠানে ‘মুসলমানি গান,’ চমকে উঠলেন সনাতনীরা, গ্রেফতার ২ ২০ উইকেট নিতে হবে জিততে গেলে! পিচ বিতর্ক ঢাকতে বোলারদের ওপর দায় চাপালেন মাসুদ… মণ্ডপে ঢুকে ভাঙা হল দুর্গা প্রতিমার হাত, হাদরাবাদের ঘটনায় অশান্তি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.