এবারের এশিয়ান গেমসে ভারতীয় অ্যাথলিটদের সাফল্য অনেকটাই। মোট ১০৭টি পদক পেয়েছে ভারত। যার মধ্য়ে ২৮টি সোনা, ৩৮টি রুপো এবং ৮৯টি ব্রোঞ্জ রয়েছে। পদক তালিকায় চতুর্থ স্থানে থেকে শেষ করেছে ভারত। অ্যাথলিটদের এই পারফরম্য়ান্সে খুশি গোটা দেশ। এবারের এশিয়ান গেমসে ক্রিকেটের অন্তভুক্তি হয়। পুরুষ এবং মহিলা দল উভয়ই অংশ নেয় এবারের এশিয়াডে। হতাশ করেনি ভারতীয় ক্রিকেট দল। মহিলা এবং পুরুষ দুই বিভাগ থেকেই সোনা জিতেছে ভারতীয় ক্রিকেট দল।
শুধু ক্রিকেট নয়, ব্যক্তিগত বা দলগত ইভেন্ট থেকে সোনা পেয়েছেন ভারতীয় অ্যাথিটরা। এশিয়ান গেমস শেষেই পদক জয়ী ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাদের সঙ্গে কথাও বলেন তিনি। এবার এশিয়াডে পদকজয়ী সব অ্যাথলিটদের সঙ্গে কথা বলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অ্যাথলিটদের সঙ্গে দেখা করার পর পদক জয়ীদের পুরস্কারমূল্য ঘোষণা করেন তিনি। রায়ু সেনার একটি অনুষ্ঠানে অ্যাথলিটদের সঙ্গে দেখা করেন তিনি। সেখানেই পুরস্কারের কথা জানান তিনি।
এশিয়ান গেমসে যারা সোনা জিতেছে তারা ২৫ লক্ষ টাকা, রুপো জয়ীদের ১৫ লক্ষ টাকা এবং ব্রোঞ্জ জয়ীদের ১০ লক্ষ টাকা পুরস্কারমূল্য ঘোষণা করেন তিনি। ভারতীয় বায়ুসেনার একটি অনুষ্ঠানে এই ঘোষণা করেন রাজনাথ সিং। গত মঙ্গলবার বায়ু সেনার অনুষ্ঠানে গিয়ে রাজনাথ সিং বলেন, 'এবার আমরা এশিয়ান গেমসে ১০৭টি পদক জিতেছি। এটা সত্যি খুব গর্বের ব্যাপার। গত বছর অর্থার ২০১৮ এশিয়ান গেমসে আমরা মাত্র ৭০টি পদক পেয়েছিলাম। এবার সেই সংখ্যান অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ভারত যে ক্রীড়াতে প্রতিদিন উন্নতি করছে তার এটাই প্রমাণ।'
তিনি আরও বলেন, 'এশিয়ান গেমসের আগে আমাদের পদক নিয়ে স্লোগান ছিল, ১০০ অতিক্রম করতে হবে। ১৪০ কোটির দেশে একশোটি পদক প্রত্যাশা করা যায়। কিন্তু আমাদের অ্যাথলিটরা নিজেদের সেরাটা দিয়েছে। তাই আজ আমরা এই দিনটি ভালো করে উদযাপন করতে পারছি। প্রত্যেকেই খুব খুশি। ভারত এশিয়ান গেমসে সর্বকালের সেরা পারফরম্যান্স দিয়েছে। এর থেকে ভালো হয়তো আর কিছু হয় না। এবার সামনে অলিম্পিক্স। আশা করব ভারতীয় অ্যাথলিটরা দেশের জন্য পদক এনে দেবে। গতবারের থেকেও আমরা বেশি পদক পাব। এই টার্গেট আমাদের অ্যাথলিটদের মধ্যে থাকতে হবে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।