বাংলা নিউজ > ময়দান > এশিয়ান গেমস ২০২৩ > Asian Games 2023: হকিতে ছেলেখেলা করল ভারতের ছেলেরা, রাগবিতে বড় ব্যবধানে হার মেয়েদের

Asian Games 2023: হকিতে ছেলেখেলা করল ভারতের ছেলেরা, রাগবিতে বড় ব্যবধানে হার মেয়েদের

ভারতীয় পুরুষ হকি দল। ছবি- টুইটার (@TheHockeyIndia)।

এশিয়ান গেমসে হকিতে উজবেকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় ভারতের। উল্টো ছবি রাগবিতে। ৩৮-০ ব্যবধানে হার।

এশিয়ান গেমসে ভারতীয় হকি দল শুরুটা ভালই করল। আজ সকালে উজবেকিস্তানের বিরুদ্ধে খেলতে নামে ভারত। সেখানেই গোলের বন্যা বইয়ে দিল হকি দলের খেলোয়াড়রা। ১৬টি গোল করেছে তারা। এই গোলগুলোর বিরুদ্ধে কোনও জবাব খুঁজে পায়নি উজবেকিস্তান। একটি বল ভারতীয় জালে জড়াতে পারেনি তারা। এই ম্যাচে তিনজন হ্যাটট্রিক করেছেন। এছাড়াও ভারতের হয়ে মোট আটজন খেলোয়াড় স্কোরবোর্ডে নিজেদের নাম তুলে নিয়েছেন। ১১টিগোল হয়েছে ওপেন খেলা থেকে। বাকি পাঁচটা গোল এসেছে কর্নার থেকে।

ললিত উপাধ্যায়, বরুণ কুমার এবং মনদীপ সিং এই তিনজন উজবেকিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন। অভিষেক, অমিত রোহিদাস, সুখজিৎ, শমসের সিং এবং সঞ্জয় একটি করে গোল করেন। এ দিনের ম্যাচ খেলেননি হকি দলের অধিনায়ক হরমোনপ্রীত সিং। উদ্বোধনী অনুষ্ঠানে বক্সার লাভলিনা বরগোঁহাইয়ের সঙ্গে তিনি ভারতীয় দলের পতাকাবাহক হিসেবে ছিলেন। এই জন্যই তুলনামূলক কম শক্তিশালী দল উজবেকিস্তানের বিরুদ্ধে তাঁকে বিশ্রাম দেওয়া হয়। 

এই ম্যাচের শুরু থেকেই নিজেদের আধিপত্য বজায় রাখে ভারতীয় হকি দলের খেলোয়াড়রা। ৭ মিনিটের পর থেকেই গোল শুরু করেন তাঁরা। পরপর গোল করে যাওয়ার পরিপ্রেক্ষিতে উজবেকিস্তানের দল কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। কার্যত অসহায় ভাবে আত্মসমর্পণ করে তাঁরা। এই ম্যাচে ভারত অনেক সহজে জয় পেলেও তাদের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে কর্নারকে গোলে পরিণত করা নিয়ে। খেলার ৬০ মিনিটে ভারত ১৪টি কর্নার পেয়েছে। তবে তার থেকে মাত্র পাঁচটি গোল এসেছে তাঁদের।

এই পরিসংখ্যান কোচ ক্রেইগ ফুলটনের কপালে চিন্তার ভাঁজ ফেলবে। তবে দলের ফরোয়ার্ডদের ভাল পারফরম্যান্স প্রধান কোচের চাপ অনেকটাই হালকা করবে। শুধুমাত্র ফরোয়ার্ড নয় তাঁদের সঙ্গে মিডফিল্ডারদের পারফরম্যান্স অনেক চোখে পড়ার মতো। এই দিনের খেলার পাঁচ মিনিটের মাথায় ভারতীয় দল গোল করার সুযোগ পায়। তবে অভিষেকের একটি শর্ট আটকে দেন বিপক্ষ গোলকিপার দাভলাত তোলিবায়েভ।। তার মাত্র এক মিনিট পরেই আরও একটি সুযোগ আসে দলের কাছে। দ্বিতীয়বার ব্যর্থ হলেও তার কিছু পরেই তৃতীয়বারের চেষ্টায় প্রথম গোল করে ভারত। এরপরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ‌ বিপক্ষ দলের ডিফেন্স ভেঙে বারবার গোল করতে থাকে ভারতীয় দলের খেলোয়াড়রা।

হকি দলের ভাল পারফরম্যান্স হলেও ভারতীয় মহিলা রাগবি দল অনেক ব্যবধানে ম্যাচ হেরেছে। হংকং চায়নার বিরুদ্ধে তারা ৩৮টি গোলে ম্যাচ হারে। একটিও গোল করতে পারেননি ভারতীয় মহিলা রাগবি খেলোয়াড়রা। এশিয়ান গেমসে এই নিয়ে দ্বিতীয় বার অংশগ্রহণ করল মহিলা রাগবি দল। শেষবার ২০১০ সালের এশিয়ান গেমসে ভারত এই খেলায় নিজেদের দল পাঠায়। দীর্ঘ ১২ বছর পর ফের এই টুর্নামেন্টে নামল রাগবি মহিলা দল।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

পদে নয় পথে আছি, ধরা গলায় স্লোগান তুলে কেঁদে ফেললেন ‘একলা’ কুণাল ‘‌তৃণমূল আর বিজেপি হল, একই মুদ্রার এপিঠ–ওপিঠ’‌, চাপে পড়ে বয়ান বদল অধীরের বড় সমস্যার সামনে CSK! টিমের একাধিক বোলারের পরের ম্যাচ খেলা অনিশ্চিত, চিন্তায় দল সৌমিত্রের দলকে গোহারান হারিয়েছিলেন! জন্মদিনে রইল সত্যজিতের ক্রিকেটপ্রেমের গল্প 'ওর কোনও দোষ নেই', T20 বিশ্বকাপে রিঙ্কুকে না রাখার আসল কারণ ফাঁস করলেন রোহিতরা '৩০০ পার অসম্ভব' বিজেপির ৪০০ পার নিয়ে জোর ঠাট্টা করলেন শশী থারুর 'মাধ্যমিকে সেকেন্ড ডিভিশনে পাশ করি', পর্দার ডাঃ সূর্য কলেজের গণ্ডি পার করেননি! কংগ্রেসের সমালোচনা করলেই পরীক্ষায় 'পুরো নম্বর', বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ ‘‌শুভেন্দুর থেকে শেখা উচিত’‌, দলের নেতার বিরুদ্ধে বিদ্রোহ চরমে তুললেন কুণাল জলের খোঁজে নাকা পয়েন্টে তল্লাশি চালাল রামলাল, আতঙ্কে তটস্থ খোদ পুলিশ, তারপর…

Latest IPL News

বড় সমস্যার সামনে CSK! টিমের একাধিক বোলারের পরের ম্যাচ খেলা অনিশ্চিত, চিন্তায় দল KKR-এর জন্য বড় ধাক্কা! দেশে ফিরলেন নাইটদের তারকা বিদেশি ক্রিকেটার LSG-র কাছে ম্যাচ হেরেও মন জিতলেন বুমরাহ! খুদে ভক্তের হাতে তুলে দিলেন বিশেষ উপহার কেরল থেকে উঠে এসে জাতীয় দলে সুযোগ পাওয়া কঠিন…কেন একথা বললেন সঞ্জু স্যামসন? আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে খেলতে হবে লাহোরে, ভেনু প্রকাশ পাক বোর্ডের বিশ্বকাপের দলে চার স্পিনার,আগেই হেরে বসে আছে ভারত…দাবি অস্ট্রেলিয়ান তারকার IPL 2024- বিরাটের স্ট্রাইক রেট নিয়ে টানা বিতর্ক, বেজায় চটেছেন প্রাক্তন সতীর্থ পক্ষপাতদুষ্ট ভারতীয় নির্বাচকরা, গিলকে নিয়ে ভয়ঙ্কর অভিযোগ বিশ্বকাপজয়ী তারকার IPL 2024-‘ওদের পাত্তা দিও না’, বিরাটকে পরামর্শ প্রাক্তন কিউয়ি তারকার টানা পাঁচ ম্যাচে হার ধোনির দলের, অবাক কাণ্ড ঘটাল পঞ্জাব কিংস!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.