শুভব্রত মুখার্জি:- টেবিল টেনিস বোর্ড থেকে ভারতের হয়ে পদক জয় নিশ্চিত করলেন দুই বাঙালি কন্যা। মুখার্জিদের হাত ধরে চলতি ডব্লুটিটি কন্টেন্ডার প্রতিযোগিতায় ভারতের হয়ে ব্রোঞ্জ জয় নিশ্চিত করলেন তারা। ভারতের হয়ে দোহাতে পদক জয় নিশ্চিত করেছেন সুতীর্থা মুখার্জি এবং ঐহিকা মুখার্জি। ডাবলসে দুরন্ত পারফরম্যান্স করে ভারতীয় মহিলা জুটি দেশের হয়ে পদক জয় নিশ্চিত করেছেন। সেমিফাইনালে ভারতীয় জুটি দেশের হয়ে হাড্ডাহাড্ডি লড়াই করেও ম্যাচ জিততে পারেনি। লড়াই শেষে তারা ২-৩ গেমে হেরে গিয়েছে। তবে বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতার সেমিফাইনালে ওঠার দরুন ভারতীয় জুটি ব্রোঞ্জ জয় নিশ্চিত করেছে।
প্রসঙ্গত জানুয়ারি মাসের ১৪ তারিখ থেকে শুরু হয়েছে এই ডব্লুটিটি কন্টেন্ডার প্রতিযোগিতা। তবে মহিলা ডাবলস শুধু নয় ভারত আরও একটি পদক জয় নিশ্চিত করেছে। পুরুষদের সিঙ্গেলসেও পদক জয় নিশ্চিত করেছেন ভারতীয় প্যাডলার। ভারতের হয়ে পদক জয় নিশ্চিত করেছেন মানব ঠাক্কারও। তিনি পদক জয় নিশ্চিত করেছেন ডব্লুটিটি ফিডার করপাস ক্রিস্টি প্রতিযোগিতায়। মানব ও সুতীর্থাদের মতন সেমিফাইনালে হেরে গিয়েছেন। পর্তুগালের জোয়া ও মন্টেইরোর কাছে হারতে হয়েছে তাঁকে। খেলার ফল ভারতীয় প্যাডলারের বিপক্ষে ১-৩। চলতি বছরের জানুয়ারি মাসে ১৫-১৮ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল এই ডব্লুটিটি ফিডার করপাস ক্রিস্টি প্রতিযোগিতা। সেখানেই পদক জিতেছেন মানব। উল্লেখ্য এদিন দোহাতে বিশ্ব ক্রমতালিকায় এক নম্বরে থাকা জিওন জিহি এবং শিন উইবিন জুটির কাছে হারতে হয়েছে সুতীর্থা মুখার্জি এবং ঐহিকা মুখার্জি জুটিকে।
প্রসঙ্গত আর কয়েকদিন পরেই গোয়াতে অনুষ্ঠিত হবে ডব্লুটিটি স্টার কন্টেন্ডার। ২৩ জানুয়ারি শুরু হবে এই টু্র্নামেন্ট। ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। এই টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজন করবে স্টুপা স্পোর্টস অ্যানালিটিক্স এবং আল্টিমেট টেবিল টেনিস নামক দুই সংস্থা। যাদেরকে গাইড করবে ভারতীয় টেবিল টেনিস ফেডারেশন। এই প্রতিযোগিতায় জয়ীদের জন্য পুরস্কারমূল্য থাকছে ২৫০০০০ আমেরিকান ডলার। এই টুর্নামেন্ট থেকেই পাওয়া যাবে ডব্লুটিটি কাপ ফাইনালস এবং ডব্লুটিটি চ্যাম্পিয়ন্স সিরিজের টিকিট পাবেন জয়ীরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।