এবারের অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের আগ্রাসী ব্যাটিং কোন মাত্রায় গিয়ে পৌঁছয়, ছোট্ট একটি পরিসংখ্যানেই তা স্পষ্ট হয়ে যায়। পাঁচ ম্যাচের সিরিজে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা ছক্কা হাঁকিয়েছেন মোট ৪৩টি। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা সেখানে ছক্কা মেরেছেন সাকুল্যে ৩১টি।
সিরিজে দু'দলের মধ্যে সব থেকে বেশি ১৫টি ছক্কা হাঁকিয়েছেন ইংল্যান্ড দলনায়ক বেন স্টোকস। ছয় মারায় তাঁর ধারে-কাছে কেউ নেই। উল্লেখযোগ্য বিষয় হল, স্টোকস আইপিএলেও কখনও এর থেকে বেশি ছক্কা হাঁকাতে পারেননি।
২০১৭ থেকে ২০২৩-এর মধ্যে মোট ৬টি মরশুমে আইপিএলে মাঠে নামেন স্টোকস। কেবলমাত্র ২০১৭ সালে ১০টির বেশি বেশি ছক্কা মারেন তিনি। সেবার ১৫টি ছক্কা হাঁকাস ব্রিটিশ তারকা। ২০১৮ সালে ৬টি, ২০১৯ সালে ৪টি এবং ২০২০ আইপিএলে ৭টি ছক্কা মারেন স্টোকস।
আপাতত দেখে নেওয়া যাক সদ্য সমাপ্ত অ্যাশেজ সিরিজে সব থেকে বেশি রান করেছেন কারা। চোখ রাখা যাক সব থেকে বেশি উইকেট নেওয়া, সর্বাধিক চার-ছক্কা হাঁকানো, সব থেকে বেশি ক্যাচ ধরা ক্রিকেটারদের তালিকায়।
অ্যাশেজ সিরিজে সব থেকে বেশি ছক্কা মেরেছেন যাঁরা:-
১. বেন স্টোকস (ইংল্যান্ড)- ১৫টি
২. জো রুট (ইংল্যান্ড)- ৭টি
৩. মিচেল মার্শ (অস্ট্রেলিয়া)- ৫টি
৪. প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)- ৫টি
৫. মার্ক উড (ইংল্যান্ড), মইন আলি (ইংল্যান্ড), জনি বেয়ারস্টো (ইংল্যান্ড) ও ট্র্যাভিস হেড (অস্ট্রেলিয়া)- ৪টি করে।
অ্যাশেজ সিরিজে সব থেকে বেশি চার মেরেছেন যাঁরা:-
১. উসমান খোয়াজা (অস্ট্রেলিয়া)- ৫৭টি
২. জ্যাক ক্রলি (ইংল্যান্ড)- ৫৩টি
৩. ট্র্যাভিস হেড (অস্ট্রেলিয়া)- ৫২টি
৪. স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)- ৪৩টি
৫. জনি বেয়ারস্টো (ইংল্যান্ড)- ৪৩টি
অ্যাশেজ সিরিজে সব থেকে বেশি রান করেছেন যাঁরা:-
১. উসমান খোয়াজা (অস্ট্রেলিয়া)- ৪৯৬ রান
২. জ্যাক ক্রলি (ইংল্যান্ড)- ৪৮০ রান
৩. জো রুট (ইংল্যান্ড)- ৪১২ রান
৪. বেন স্টোকস (ইংল্যান্ড)- ৪০৫ রান
৫. স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)- ৩৭৩ রান।
অ্যাশেজ সিরিজে সব থেকে বেশি উইকেট নিয়েছেন যাঁরা:-
১. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)- ২৩টি
২. স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড)- ২২টি
৩. ক্রিস ওকস (ইংল্যান্ড)- ১৯টি
৪. প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)- ১৮টি
৫. জোশ হেজেলউড (অস্ট্রেলিয়া)- ১৬টি
অ্যাশেজ সিরিজে সব থেকে বেশি সেঞ্চুরি করেছেন যাঁরা:-
১. উসমান খোয়াজা (অস্ট্রেলিয়া)- ১টি
২. জ্যাক ক্রলি (ইংল্যান্ড)- ১টি
৩. জো রুট (ইংল্যান্ড)- ১টি
৪. বেন স্টোকস (ইংল্যান্ড)- ১টি
৫. স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)- ১টি
৬. মার্নাস ল্যাবুশান (অস্ট্রেলিয়া)- ১টি
৭. মিচেল মার্শ (অস্ট্রেলিয়া)- ১টি
অ্যাশেজ সিরিজে সব থেকে বেশি হাফ-সেঞ্চুরি করেছেন যাঁরা:-
১. হ্যারি ব্রুক (ইংল্যান্ড)- ৪টি
২. উসমান খোয়াজা (অস্ট্রেলিয়া)- ৩টি
৩. ট্র্যাভিস হেড (অস্ট্রেলিয়া)- ৩টি
৪. জনি বেয়ারস্টো (ইংল্যান্ড)- ৩টি
৫. জো রুট (ইংল্যান্ড), জ্যাক ক্রলি (ইংল্যান্ড), বেন স্টোকস (ইংল্যান্ড), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), বেন ডাকেট (ইংল্যান্ড) ও ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)- ২টি করে।
অ্যাশেজ সিরিজে সব থেকে বেশি ক্যাচ ধরেছেন যাঁরা (উইকেটকিপার মিলিয়ে):-
১. জনি বেয়ারস্টো (ইংল্যান্ড)- ২৩টি
২. অ্যালেক্স ক্যারি (অস্ট্রেলিয়া)- ২১টি
৩. স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)- ১১টি
৪. জো রুট (ইংল্যান্ড)- ১১টি
৫. জ্যাক ক্রলি (ইংল্যান্ড) ও বেন ডাকেট (ইংল্যান্ড)- ৯টি করে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।