Rameshbabu Praggnanandhaa Surpasses Viswanathan Anand become No. 1 Indian: দাবা খেলোয়াড় রমেশবাবু প্রজ্ঞানন্দ আরেকটি কৃতিত্ব অর্জন করেছেন। বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিরেনকে হারিয়েছেন তিনি। এর ফলে বিশ্বনাথন আনন্দকে টপকে এক নম্বর ভারতীয় দাবা খেলোয়াড় হয়ে উঠেছেন প্রজ্ঞানন্দ। বিশ্ব চ্যাম্পিয়নের বিরুদ্ধে জয়ের পরে রমেশবাবু প্রজ্ঞানন্দ বলেছেন, তিনি মনে করেন যে দিনই তিনি এমন শক্তিশালী খেলোয়াড়কে পরাজিত করেন না কেন সেটি তাঁর জন্য সব সময় বিশেষ হয়ে থাকে।
চ্যাম্পিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হন
প্রতিভাবান দাবা খেলোয়াড় রমেশবাবু প্রজ্ঞানন্দ মঙ্গলবার অর্থাৎ ১৬ জানুয়ারি ইতিহাস সৃষ্টি করলেন। টাটা স্টিল দাবা টুর্নামেন্টে তিনি বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিরেনকে পরাজিত করেন। এর মাধ্যমে, তিনি অভিজ্ঞ দাবাড়ু গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দকে পিছনে ফেলে দিয়েছেন। এদিনের জয়ের ফলে প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ে এক নম্বর ভারতীয় গ্র্যান্ডমাস্টার হয়ে উঠেছেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। চিনা বিশ্ব চ্যাম্পিয়নের বিরুদ্ধে জয়ের পরে রমেশবাবু প্রজ্ঞানন্দ নিজেও অবাক হয়েছেন। আসলে তিনি এই জয়টা আশা করেননি। প্রজ্ঞানন্দ ভাবেননি যে তিনি এই খেলোয়াড়কে এত সহজেই হারাতে পারবেন। এদিনের ম্যাচের পরে প্রজ্ঞানন্দ Chess.com কে বলেছেন, ‘আমি ভেবেছিলাম আমি খুব সহজেই ম্যাচটা ড্র করতে পারব। তবে তারপরে সে কিছু ভুল করতে শুরু করে, যেটার আশাও আমি করিনি।’
প্রজ্ঞানন্দ চ্যালেঞ্জ থেকে সতর্ক
বিশ্বচ্যাম্পিয়নের বিরুদ্ধে জয়ের পরে প্রজ্ঞানন্দ বলেছেন, ‘আমি মনে করি যে কোনও দিনে, আপনি যদি এমন একজন শক্তিশালী খেলোয়াড়কে হারান, তবে তা সবসময়ই বিশেষ হয়ে থাকে। কারণ তাকে হারানো খুব সহজ নয়। ক্লাসিকাল দাবায় বিশ্ব চ্যাম্পিয়নের বিরুদ্ধে এটি আমার প্রথম জয়। এই জয় পেয়ে আমার ভালো লাগছে।’ প্রজ্ঞানন্দ বলেছেন যে তিনি টুর্নামেন্টে যে ধরণের শুরু পেয়েছেন তাতে তিনি সন্তুষ্ট তবে সামনের চ্যালেঞ্জগুলি সম্পর্কেও তিনি সচেতন। তিনি বলেন, ‘এটা ভালো। আমার মনে হয় প্রথম তিনটি খেলা বেশ আকর্ষণীয় ছিল। আমি মনে করি আমি ভালো খেলছি কিন্তু গত বছরও একই ছিল। একটা সময় ছিল যখন আমি সত্যিই ভালো খেলেছিলাম এবং তারপরে আমার খেলাটি বেশ রুক্ষ হয়ে গিয়েছিল। তাই আমি মনে করি এখনও পর্যন্ত সবটা ভালোভাবে চলছে। তবে টুর্নামেন্টের শেষ পর্যন্ত এটাকে ধরে রাখতে হবে যেটা সত্যিই গুরুত্বপূর্ণ।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।