শুভব্রত মুখার্জি:- প্যারিস অলিম্পিক্স গেমসের আসর বসবে আর কয়েকমাস পরই। তার আগেই বুধবার প্রকাশিত হয়ে গেল হকি বিভাগের সূচি। পুরুষ বিভাগে আগেই জায়গা করে নিয়েছিল ভারতীয় দল। সদ্য প্রকাশিত সূচিতে ভারতীয় দল জায়গা করে নিয়েছে পুল-বি'তে। প্রসঙ্গত গত অলিম্পিক্স অর্থাৎ টোকিয়ো অলিম্পিক্সে ভারতীয় দল পুরুষ বিভাগে জিতেছিল ব্রোঞ্জ। এবার তারা স্বাভাবিকভাবেই চাইবে সেই মেডেলের রঙ পরিবর্তন করতে। উল্লেখ্য দীর্ঘ কয়েক দশক পরে টোকিয়ো গেমসে ভারতীয় দল পদক জিতেছিল।
আন্তর্জাতিক অলিম্পিক্স কাউন্সিল অর্থাৎ আইওসির সভাপতি থমাস বাখ এবং আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতি তাইয়ার ইক্রামের তরফে এই সূচি প্রকাশ করা হয়েছে। ভারত পুল-বি'তে জায়গা পেয়েছে। তাদের গ্রুপ যথেষ্ট কঠিন গ্রুপ বলা চলে। এই পুলে রয়েছে বেলজিয়াম, অস্ট্রেলিয়া, আর্জেন্তিনা, নিউজিল্যান্ড এবং আয়ারল্যান্ড। অন্যদিকে পুল-এ'তে রয়েছে নেদারল্যান্ড, জার্মানি, গ্রেট ব্রিটেন, স্পেন,ফ্রান্স এবং দক্ষিণ আফ্রিকা। জুলাই মাসে শুরু হবে অলিম্পিক্স গেমসের হকির আসর। ২৭ জুলাই থেকে শুরু হবে হকির আসর। প্রথমদিনেই মাঠে নামছে ভারতীয় দল। তাদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ দল নিউজিল্যান্ড।
ভারতের পরবর্তী ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। প্রসঙ্গত ২০১৬ সালে অলিম্পিক্স গেমসে সোনা জিতেছিল অস্ট্রেলিয়া দল। পরেরদিনেই হরমনপ্রীত সিংরা খেলবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। এরপরেই এই পুলের অন্যতম কঠিন ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। ১ অগস্ট ভারত খেলবে টোকিয়ো অলিম্পিক্স গেমসের সোনাজয়ী বেলজিয়ামের। ২ অগস্ট তাদের প্রতিপক্ষ টোকিয়ো অলিম্পিক্স গেমসের রানার্স আপ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ঘটনাচক্রে ২০২১ টোকিয়ো অলিম্পিক্স গেমসের তিন পদকজয়ী দল আসন্ন অলিম্পিক্স গেমসে এক পুলেই রয়েছে। বেলজিয়াম সোনা, অস্ট্রেলিয়া রুপো এবং ভারত ব্রোঞ্জ জিতেছিল। ৪১ বছর পরে ভারত অলিম্পিক্স গেমসে পদক জয়ের কৃতিত্ব অর্জন করেছিল। দুই পুল থেকে প্রথম চারে থাকা দল কোয়ার্টার ফাইনালে যাবে। ৪ অগস্ট থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনালের খেলা। ৬ অগস্ট থেকে শুরু হবে সেমিফাইনালের লড়াই। আর পদকের ম্যাচ খেলা হবে ৮ অগস্ট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।