বাংলা নিউজ > ময়দান > Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের হকির সূচি প্রকাশ, কোন গ্রুপে রয়েছে ভারত? জেনে নিন

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের হকির সূচি প্রকাশ, কোন গ্রুপে রয়েছে ভারত? জেনে নিন

ভারতীয় হকি দল। 

আর কয়েক মাস পরই প্যারিসে বসবে অলিম্পিক্সের আসর। এই অলিম্পিক্সে হকির সূচি প্রকাশিত হল। জেনে নিন কোন গ্রুপে রয়েছে ভারত।

শুভব্রত মুখার্জি:- প্যারিস অলিম্পিক্স গেমসের আসর বসবে আর কয়েকমাস পরই। তার আগেই বুধবার প্রকাশিত হয়ে গেল হকি বিভাগের সূচি। পুরুষ বিভাগে আগেই জায়গা করে নিয়েছিল ভারতীয় দল। সদ্য প্রকাশিত সূচিতে ভারতীয় দল জায়গা করে নিয়েছে পুল-বি'তে। প্রসঙ্গত গত অলিম্পিক্স অর্থাৎ টোকিয়ো অলিম্পিক্সে ভারতীয় দল পুরুষ বিভাগে জিতেছিল ব্রোঞ্জ। এবার তারা স্বাভাবিকভাবেই চাইবে সেই মেডেলের রঙ পরিবর্তন করতে। উল্লেখ্য দীর্ঘ কয়েক দশক পরে টোকিয়ো গেমসে ভারতীয় দল পদক জিতেছিল।

আন্তর্জাতিক অলিম্পিক্স কাউন্সিল অর্থাৎ আইওসির সভাপতি থমাস বাখ এবং আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতি তাইয়ার ইক্রামের তরফে এই সূচি প্রকাশ করা হয়েছে। ভারত পুল-বি'তে জায়গা পেয়েছে। তাদের গ্রুপ যথেষ্ট কঠিন গ্রুপ বলা চলে। এই পুলে রয়েছে বেলজিয়াম, অস্ট্রেলিয়া, আর্জেন্তিনা, নিউজিল্যান্ড এবং আয়ারল্যান্ড। অন্যদিকে পুল-এ'তে রয়েছে নেদারল্যান্ড, জার্মানি, গ্রেট ব্রিটেন, স্পেন,ফ্রান্স এবং দক্ষিণ আফ্রিকা। জুলাই মাসে শুরু হবে অলিম্পিক্স গেমসের হকির আসর। ২৭ জুলাই থেকে শুরু হবে হকির আসর। প্রথমদিনেই মাঠে নামছে ভারতীয় দল। তাদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ দল নিউজিল্যান্ড।

ভারতের পরবর্তী ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। প্রসঙ্গত ২০১৬ সালে অলিম্পিক্স গেমসে সোনা জিতেছিল অস্ট্রেলিয়া দল। পরেরদিনেই হরমনপ্রীত সিংরা খেলবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। এরপরেই এই পুলের অন্যতম কঠিন ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। ১ অগস্ট ভারত খেলবে টোকিয়ো অলিম্পিক্স গেমসের সোনাজয়ী বেলজিয়ামের। ২ অগস্ট তাদের প্রতিপক্ষ টোকিয়ো অলিম্পিক্স গেমসের রানার্স আপ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ঘটনাচক্রে ২০২১ টোকিয়ো অলিম্পিক্স গেমসের তিন পদকজয়ী দল আসন্ন অলিম্পিক্স গেমসে এক পুলেই রয়েছে। বেলজিয়াম সোনা, অস্ট্রেলিয়া রুপো এবং ভারত ব্রোঞ্জ জিতেছিল। ৪১ বছর পরে ভারত অলিম্পিক্স গেমসে পদক জয়ের কৃতিত্ব অর্জন করেছিল। দুই পুল থেকে প্রথম চারে থাকা দল কোয়ার্টার ফাইনালে যাবে। ৪ অগস্ট থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনালের খেলা। ৬ অগস্ট থেকে শুরু হবে সেমিফাইনালের লড়াই। আর পদকের ম্যাচ খেলা হবে ৮ অগস্ট।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

তর্ক করতে আসা ল্যাবুশানকে ভাগিয়ে দিলেন আম্পায়াররা, নির্বাসিত হতে পারেন মার্নাস আজ শুরু মহালক্ষ্মী ব্রত, অর্থ সংকট দূর করতে কী করবেন জেনে নিন সিবিআই দফতরে রাজ্য পুলিশের কর্তা, সেই ডিসি নর্থ! বেরোলেন ঘণ্টাখানেক পরে মাত্র ৪৯ বছর বয়সে জীবনাবসান মাঙ্গে খানের, লোক শিল্প হারালো অনবদ্য এক গায়ককে বহিষ্কারের সিদ্ধান্ত থেকে পিছিয়ে থ্রেট কালচারে অভিযুক্ত ৫পড়ুয়া সাসপেন্ড ৬ মাস কাশ্মীরে ভোটের ঠিক আগে পাঁচ বছর বাদে জেল থেকে মুক্ত সাংসদ রশিদ, তুঙ্গে জল্পনা নমাজের সময় ঢাক বাজাবেন না, দুর্গাপুজোয় শান্তিরক্ষায় নির্দেশ বাংলাদেশে এমি অ্যাওয়ার্ডসের মঞ্চে এবার ভারতীয় সঞ্চালক! কে এই গুরুদায়িত্ব পালন করবেন? ৬তলা থেকে ঝাঁপ! বাবার আকস্মিক মৃত্যুর পর প্রথমবার মুখ খুললেন বিধ্বস্ত মালাইকা ‘রাজনীতির খেলা নেই’,ভোররাতে কেন মেল মমতাকে? জবাব দিলেন ডাক্তাররা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.