বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভারতের ক্লাবগুলিতে খেলতে আসেন ফুটবলাররা। মূলত, ফিজি, নাইজেরিয়া, ক্যামেরুন সহ বিভিন্ন দেশ থেকে ভারতের ক্লাবগুলিতে খেলতে আসেন ফুটবলারের। কলকাতা ময়দানে হাঁটলে এমন ফুটবলারকে দেখা মেলে। অনেকে যেমন ক্লাব পায়, আবার অনেকেই ক্লাব না পেয়ে বিভিন্ন টুর্নামেন্টে খেপ খেলে বেড়ান। কলকাতার মতো কেরলও ফুটবল পাগল রাজ্য। ফলে সেখানেও অনেক বিদেশি ফুটবলারকে দেখা বিভিন্ন টুর্নামেন্ট খেলতে।
ঠিক তেমনই এক বিদেশি ফুটবলার এক টুর্নামেন্ট খেলতে গিয়েছিলেন। কিন্তু খেলতে গিয়ে হেনস্থার মুখে পড়তে হল। ওই বিদেশি ফুটলারকে কিল, ঘুশি মারা হয়। আর এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। এরপরই থানায় অভিযোগ জানিয়েছেন আক্রান্ত সেই বিদেশি ফুটবলার। আর এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যা দেখে প্রায় প্রত্যেকেই ঘটনার নিন্দা করেছেন।
ঘটনাটি ঘটেছে কেরলের মল্লপুরমে। সেখানেই সেভেনস ফুটবল নামক এক টুর্নামেন্ট খেলতে যান তিনি। সেভেন সাইড দলের হয়ে খেলতে নামেন আইভরি কোস্টের ফুটবলার দিয়াবাসুবা হাসান জুনিয়র। শুধু তিনি একা নয়, আরও অনেক বিদেশি সেই টুর্নামেন্ট খেলতে আসেন। কিন্তু এদিন ম্যাচ চলাকালীন এক কর্নারকে নেওয়াকে কেন্দ্র করে ঝামেলা বাধে। সেই বিদেশি ফুটবলারকে চর-ঘুশি মারা হয়। অনেক সমর্থক তাঁকে মারার জন্য পিছনে ছুটতে থাকেন। তার মধ্যে বেশ কয়েক জনের প্রচেষ্টায় তিনি রক্ষা পান। যদিও এই ঘটনার পরই তিনি স্থানীয় থানায় অভিযোগ জানান।
এই ঘটনার পর দি নিউজ মিনিটে তিনি মুখ খোলেন। সেখানে তিনি জানিয়েছেন, 'আমি কর্নার নেওয়ার সময় বেশ কিছু সমর্থক আমাকে আফ্রিকান মঙ্কি অর্থাৎ বর্ণবিদ্বেষ মূলক মন্তব্য করে। আমার দিকে বোতল এবং পাথর ছোড়াও হয়। আমার গায়ের রঙ, আমার জাত তুলে অপমান করা হয়েছে।'
বিদেশি ফুটবলারকে হেনস্থা করার ঘটনা একেবারেই ভালো ভাবে নিচ্ছেন না ভারতীয় ফুটবল বিশেষজ্ঞরা। কারণ বিভিন্ন দেশ থেকে ভারতে ফুটবল খেলতে প্লেয়াররা আসেন। তাদেরকে এই ভাবে হেনস্তা করা স্বাভাবিক ভাবেই এমন প্রশ্ন উঠছে ফুটবলারদের নিরাপত্তা নিয়ে। একই সঙ্গে প্রশ্ন উঠছে কেরলের সেই ফুটবল টুর্নামেন্টের আয়োজকদের বিরুদ্ধেও। কারণ এটা কেরলের জনপ্রিয় এক টুর্নামেন্ট। প্রতি বছর অনেক বিদেশি ফুটবলার অংশ নেয়। ফলে সেখানে যে পর্যাপ্ত নিরাপত্তা ছিল না, তা বলার অপেক্ষা রাখে না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।