AFC Asian Cup India vs Uzbekistan: বৃহস্পতিবার এএফসি এশিয়ান কাপের পরবর্তী ম্যাচে উজবেকিস্তানের বিরুদ্ধে আকাশ মিশ্রের খেলা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এর ফলে চাপে পড়েছে ব্লু টাইগার্সরা। নতুন করে অঙ্ক কষা শুরু করেছেন ভারতীয় ফুটবল দলের প্রধান কোচ ইগর স্টিমাচ। কারণ চাপের পরিস্থিতিতে নতুন করে দলের উদ্বেগ বাড়ল আকাশ মিশ্রকে নিয়ে। আসলে আশিক কুরুনিয়ন, আনোয়ার আলি ও জিকসন সিংয়ের চোট, এই কারণে অনেক আগেই ছিটকে গিয়েছিলেন স্টিমাচের ভরসার এই তারকা ফুটবলাররা। এএফসি এশিয়ান কাপের জন্য সাহাল আব্দুল সামাদকে কোচ ইগর স্টিমাচ দলে রাখলেও সে খেলার জন্য সম্পূর্ণ সুস্থ নন।প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতেও পারেননি সাহাল। এমন অবস্থায় জটিলতা তৈরি হয়েছে আকাশ মিশ্রকে নিয়ে।
রবিবার দোহায় অনুশীলন চলাকালীন চোট পেয়েছিলেন আকাশ মিশ্র। মহেশ সিংয়ের ট্যাকলের পরে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছেড়ে ছিলেন তিনি। এরপরেই উজবেকিস্তানের বিরুদ্ধে আকাশের খেলা নিয়েও তৈরি হয়েছে সংশয়। যদিও ভারতীয় দলের দাবি, আকাশের আঘাত খুব একটা গুরুতর নয়। সোমবার ফুটবলারদের বিশ্রাম দিয়েছিলেন ইগর স্টিমাচ। উজবেকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তনের পরিকল্পনা করছেন ইগর স্টিমাচ। তাঁর আশা, বৃহস্পতিবারের আগে সুস্থ হয়ে উঠবেন আকাশ মিশ্র।
উজবেকিস্তানও ফিফা ক্রমতালিকায় ভারতের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে। সুনীলরা রয়েছেন ১০২ নম্বরে। উজবেকিস্তান ৬৮তম স্থানে রয়েছে। প্রথম ম্যাচে সিরিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে উজবেকিস্তান। সুনীলের কথায়, ‘যদিও উজবেকিস্তান অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দল নয়, তবু তাদের যথেষ্ট ক্ষমতা ও দক্ষতা রয়েছে। তাই আবার একটা কঠিন পরীক্ষার মুখোমুখি হতে চলেছি।’ এদিকে টিম হোটেলেই অনিরুদ্ধ থাপার জন্মদিন পালন করল ভারতীয় শিবির।
চলতি এএফসি এশিয়ান কাপে ভারত নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ভারত ০-২ হারলেও ক্রীড়াপ্রেমীদের মুগ্ধ করেছিল ইগর স্টিমাচের ছেলেদের অদম্য লড়াই। ফিফা ক্রমতালিকায় ২৫ নম্বর দেশকে ৫০ মিনিট পর্যন্ত গোল করতে দেননি সন্দেশ ঝিঙ্গান, শুভাশিস বসুরা। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে সুনীল ছেত্রি বলছেন, ‘এশিয়ার অন্যতম সেরা দলের বিরুদ্ধে খেলা সহজ নয়। আমরা এই ধরনের শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতেও অভ্যস্ত নই। যে জায়গাগুলোতে আরও ভাল করতে পারতাম, তা নিয়ে কাজ করতে হবে।’ ভারত অধিনায়কের মতে অস্ট্রেলিয়া ম্যাচে বেশ কিছু ভুলভ্রান্তি করেছে দল, তবে উজবেকিস্তানের বিরুদ্ধে সেই সব ভুল শুধরে খেলতে নামবে ভারত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।