এএফসি কাপে পয়েন্ট খুইয়ে বড় সুযোগ হাতছাড়া করল মোহনবাগান সুপার জায়ান্ট। মঙ্গলবার যদি তিন পয়েন্ট পেয়ে যেত সবুজ-মেরুন ব্রিগেড, তাহলে ইন্টার-জোনাল সেমিফাইনালের দিকে একটা পা বাড়িয়ে রাখতেন জুয়ান ফেরান্দোর ছেলেরা। তবে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে পয়েন্ট খোয়ালেও এখনও এএফসি কাপের গ্রুপ ‘ডি’-র শীর্ষস্থান ধরে রেখেছে মোহনবাগান। তৃতীয় রাউন্ডের শেষে দ্বিতীয় স্থানাধিকারী বসুন্ধরার থেকে তিন পয়েন্টে এগিয়ে আছে। আপাতত যা পরিস্থিতি, তাতে মোহনবাগানের হাতেই নিজেদের ভাগ্য আছে। মোহনবাগান যদি পরের দুটি ম্যাচে (বসুন্ধরা-সহ) জিতে যায়, তাহলেই ইন্টার-জোনাল সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যাবে (গ্রুপের শীর্ষে থাকা দল ইন্টার-জোনাল সেমিফাইনালে উঠবে)।
এএফসি কাপের গ্রুপ ‘ডি’-র পয়েন্ট তালিকা
এএফসি কাপের গ্রুপ ‘ডি’-র কোন কোন ম্যাচ বাকি আছে?
১) বসুন্ধরা কিংস বনাম মোহনবাগান সুপার জায়ান্ট: ৭ নভেম্বর, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, ঢাকা।
২) মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব বনাম ওড়িশা এফসি: ৭ নভেম্বর, রাত ৯ টা ৩০ মিনিট, মালে।
৩) বসুন্ধরা কিংস বনাম মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব: ২৭ নভেম্বর, বিকেল ৫ টা ৩০ মিনিট, ঢাকা।
৪) মোহনবাগান সুপার জায়ান্টস বনাম ওড়িশা এফসি: ২৭ নভেম্বর, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, কলকাতা।
৫) মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব বনাম মোহনবাগান সুপার জায়ান্ট: ১১ ডিসেম্বর, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, মালে।
৬) ওড়িশা এফসি বনাম বসুন্ধরা কিংস: ১১ ডিসেম্বর, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, ভুবনেশ্বর।
কোন অঙ্কে ইন্টার-জোনাল সেমিফাইনালে উঠবে মোহনবাগান?
১) আপাতত গ্রুপের যা অবস্থা, তাতে মোহনবাগান তিনটি ম্যাচে জিতে গেলে এমনিতেই হাসতে-হাসতে এএফসি কাপের ইন্টার-জোনাল সেমিফাইনালে পৌঁছে যাবে। সেক্ষেত্রে মোহনবাগানের পয়েন্ট হবে ১৬। যা কেউ ছুঁতে পারবে না।
২) মোহনবাগান দুটি ম্যাচ জিতলে এবং একটি ম্যাচ ড্র করলেও ইন্টার-জোনাল সেমিফাইনালে পৌঁছে যেতে পারে। সেক্ষেত্রে মোহনবাগানের পয়েন্ট হবে ১৪। কোনও দলই সেখানে পৌঁছাতে পারবে না।
৩) মোহনবাগান দুটি ম্যাচ জিতল এবং বসুন্ধরা কিংসের বিরুদ্ধে হেরে গেল, তখন অঙ্কের জটিলতা আসবে। কারণ সেক্ষেত্রে ছয় ম্যাচের শেষে মোহনবাগান এবং বসুন্ধরার পয়েন্ট হবে ১৩ (বসুন্ধরা তিনটি ম্যাচই জিতবে ধরে)। গোলপার্থক্যের নিরিখে অবশ্য এখন এগিয়ে আছে মোহনবাগান।
৪) মোহনবাগান যদি বসুন্ধরাকে হারিয়ে দেয় এবং বাকি দুটি ম্যাচে ড্র করে, তাহলে সবুজ-মেরুন ব্রিগেডের পয়েন্ট হবে ১২। কারণ সেক্ষেত্রেও মোহনবাগানকে ছুঁতে পারবে না কোনও দল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।