ফুটবল বিশ্বে এই মুহূর্তে জনপ্রিয় নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি। অনেক সময়ই এই দুই ফুটবলারের মধ্যেকার সম্পর্ক ঠিক কেমন, তা প্রকাশ্যে এসেছে। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে দুই তারকা ফুটবলারের প্রতিভা নিয়ে হয় তর্কবিতর্ক। একপক্ষ দাবি করে রোনাল্ডো সেরা, আবার অন্যপক্ষ বলে মেসির ধারেকাছে আশার মতো ফুটবলার এই মুহূর্তে গোটা বিশ্বে নেই। সবমিলিয়ে, দুই তারকার সমর্থকদের মধ্যে রীতিমতো তর্ক বিতর্ক চলে এই প্রসঙ্গে।
তবে সম্প্রতি বড় শাস্তির মুখে পড়েন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গত ২৫ ফেব্রুয়ারি, সৌদি প্রো লিগের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় আল নাসের ও আল শাবাব। তাতে আল নাসের জেতে ৩-২ গোলে। কিন্তু ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে 'মেসি মেসি' ধ্বনি ওঠে। জয়ের পর রোনাল্ডো সেই মেসি ভক্তদের দিকে অশালীন ইঙ্গিত করেন। যা আল শাবাব সমর্থকেরা একেবারেই ভালো চোখে নেয়নি। এরপর সৌদি ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি এবং এথিক্স কমিটির তরফ থেকে জানানো হয় যে একটি ম্যাচের জন্য তাঁকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি, তাঁকে ১০ হাজার রিয়াল সৌদি ফুটবল ফেডারেশনকে এবং ২০ হাজার রিয়াল আল শাবাবকে দিতে বলা হয়।
তবে এক ম্যাচের সাসপেনশন কাটিয়ে মাঠে ফিরেও তাঁকে ফের 'মেসি মেসি' আওয়াজ শুনতে হয় । সোমবার, অর্থাৎ ৪ মার্চ, আল এইনের বিরুদ্ধে খেলতে নামে রোনাল্ডো বাহিনী। কিন্তু এদিন একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় আল নাসেরকে। ১-০ গোলে ম্যাচ নিজেদের ঝুলিতে তোলে আল এইন। ৪৪ মিনিটের মাথায় একমাত্র গোলটি করেন সুফিয়ান রাহিমি। এরপর যদিও লাগাতার আক্রমণ করতে থাকে আল নাসের, কিন্তু শেষ অবধি পর্যন্ত তারা আল এইনের রক্ষণভাগ ভেদ করতে সফল হয়নি।
প্রথমার্ধে এক গোলে পিছিয়ে যখন হতাশা নিয়ে টানেলের দিকে যাচ্ছিলেন আল নাসের দলের ফুটবলাররা। সেই সময়ে গোটা স্টেডিয়াম জুড়ে, রোনাল্ডোকে উদ্দেশ্য করে, উঠতে থাকে 'মেসি মেসি' চিৎকার। যদিও এবার রোনাল্ডো কোনও রকমের কোনও প্রতিক্রিয়া দেননি, মাথা নাড়িয়ে তিনি সোজাসুজি চলে যান ড্রেসিংরুমের দিকে। ঘটনাটি চোখের নিমেষে ভাইরাল হয়ে যায় চারিদিকে এবং স্বাভাবিকভাবেই যখন প্রসঙ্গ ওঠে মেসি-রোনাল্ডোর, তখন কেউই দেরি করেনি কমেন্ট করতে। সকলেই নিজেদের মতামত পেশ করেন। একপক্ষ দাবি করেন যে এভাবে কোনও ফুটবলারকে উত্যক্ত করা উচিত নয়, আবার অন্যপক্ষের দাবি যে খেলা চলাকালীন এগুলো স্বাভাবিক এবং সমস্ত ফুটবলারেরই তা বোঝা উচিত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।