ডুরান্ড কাপের ফাইনালে উঠেছে ইস্টবেঙ্গল। নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে পিছিয়ে গিয়েও পেনাল্টিতে ম্যাচ জিতে নেয় ইস্টবেঙ্গল। সেই ম্যাচে যাদবপুর এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ভারতের উত্তর-পূর্বাঞ্চল থেকে আসা ছাত্র-ছাত্রীরা তাঁদের দল নর্থ ইস্টকে সমর্থন করতে মাঠে যান। সেখানে নর্থ ইস্ট হেরে যাবার পরে ইস্টবেঙ্গলের সমর্থকরা তাদের ওপর চড়াও হন বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থল থেকে নর্থ ইস্ট সমর্থকদের বের করে নিয়ে যায় সেনাবাহিনী।
নর্থ ইস্ট সমর্থকদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তাদেরকে যৌন হেনস্থা জাতিগত অপবাদ এমনকী ইট এবং জুতো দিয়েও মারা হয়। পুলিশ তাদের অবশ্য উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। আর এই ঘটনার পরই নরে চড়ে বসে ডুরান্ড কমিটি এবং বিধাননগর পুলিশ। শুরু হয় তদন্ত। তারপরই স্টেডিয়ামের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত বেশ কিছু সমর্থককে সনাক্ত করে বিধান নগর পুলিশ কমিশোনারেট। সূত্রের খবর অভিযুক্তদের মধ্যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
ইস্টবেঙ্গল এবং নর্থ ইস্ট এই দুই দলের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। এর সঙ্গে সঙ্গে বিভিন্ন ছাত্র সংগঠন ও সামাজিক মাধ্যমে এই ঘটনার করা নিন্দা হচ্ছে। নিগৃহীত হওয়া কিছু ছাত্ররা বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ তারা এখানে নিজেকে নিজেদেরকে সুরক্ষিত বলে মনে করছেন না। ওই ঘটনায় আহত এক ছাত্র দিব্যগানা বেইনি পাথর ছোড়ার ফলে তার চোট লেগেছে। তিনি বলেন, 'আমাদের তিন দিক প্রায় ৩০০ থেকে ৪০০ জন ঘিরে ছিল। তারা হটাৎ আক্রমনাত্মক হয়ে ওঠে। আমাদের দিকে পাথর,জুতো, প্লাষ্টিকের জলের বোতল ছুড়তে শুরু করে। পেনাল্টির সময় পরিস্তিতি আরও খারাপ হয়ে যায়।' তিনি আরও বলেন, 'আমি ভয়ে কাঁদছিলাম ওখানে থাকা রক্ষীরা আমাকে জল দেয়। তখন তারা আমাদের বাড়ি নিয়ে যাওয়ার কথা বলেন।'
বিধাননগর পুলিশের এক কর্তা বলেন, 'আমরা দুই দলের সমর্থকদের আলাদা করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে একজন মদ্যপ অবস্থায় ছিল। এদের মধ্যে আরও দুই জন আছে যারা গোলমাল পাকানো তে যুক্ত ছিল।'
যাদবপুর বিশ্ববিদ্যালেয়র ছাত্রদের ফিরিয়ে আনার জন্য চিংড়িঘাটা শিয়ালদহ জায়গায় গাড়ি পাঠানো হয়। বুধবার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যেখানে ঝামেলায় জটলার পরিস্থিতি দেখা যায়। এক ছাত্র বলেন, ‘ওই ভিড়ের মধ্য থেকে ক্রমাগত মহিলাদের উদ্দেশ্যে ধর্ষণের হুমকি দিতে থাকে। এমনকী তাদেরকে যৌন কর্মী বলা হতে থাকে।’ তবে এই ঘটনায় যে কলকাতার ফুটবল যে কলঙ্কিত হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।