বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Champions League round of 16 draw: বায়ার্নের মুখোমুখি পিএসজি, লিভারপুল খেলবে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে

Champions League round of 16 draw: বায়ার্নের মুখোমুখি পিএসজি, লিভারপুল খেলবে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে

দেখুন ২০২২-২৩ উয়েফা চ্যাম্পিয়নস লিগের ড্রয়ের ফলাফল (ছবি-এপি) 

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২২-২৩ মরশুমের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়ে গেল। সোমবার ৭ নভেম্বর ড্র'তে রিয়াল মাদ্রিদ এবার লিভারপুলের মুখোমুখি হবে। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগের অন্যতম দাবিদার দুই ক্লাব পিএসজি ও বায়ার্ন মিউনিখও লড়বে একে অপরের বিরুদ্ধে।

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২২-২৩ মরশুমের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়ে গেল। সোমবার ৭ নভেম্বর ড্র'তে রিয়াল মাদ্রিদ এবার লিভারপুলের মুখোমুখি হবে। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগের অন্যতম দাবিদার দুই ক্লাব পিএসজি ও বায়ার্ন মিউনিখও লড়বে একে অপরের বিরুদ্ধে। সুইজারল্যান্ডের নিয়নে সোমবার ২০২২-২৩ আসরের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়ে ছিল। প্যারিসে গত আসরের ফাইনালে লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড ১৪তম শিরোপা জিতেছিল রিয়াল।

আরও পড়ুন… বার্সার মুখোমুখি ম্যান ইউ! দেখে নিন Europa League- কে, কার বিরুদ্ধে লড়বে?

স্প্যানিশ জায়ান্টরা এবার শেষ ষোলোয় পা রাখে ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে। গ্রুপ পর্বে ছয় ম্যাচের চারটি জেতে আনচেলত্তির দল। ড্র করে একটি,হারে একটি। আর লিভারপুল ছয় ম্যাচের পাঁচটি জিতে ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়ে নকআউটে ওঠে। ইউরোপ সেরার প্রতিযোগিতায় এই নিয়ে সবশেষ ছয় মরশুমের মধ্যে চারবার রিয়ালের মুখোমুখি হচ্ছে ছয়বারের চ্যাম্পিয়ন লিভারপুল। এর মধ্যে দু’বারই ছিল ফাইনাল।

আরও পড়ুন… মাভিকে দিয়ে ফার্গুসনকে ফেরাবে KKR! IPL 2023-এর আগে GT-র সঙ্গে নাইটদের দল বদলের সম্ভাবনা

চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় পর্ব শুরু হতে এখনও সময় বাকি অনেকটা। তার আগে রয়েছে ফিফা বিশ্বকাপের বিরতি। বিরতি কাটিয়ে জানুয়ারিতে ক্লাব ফুটবল মাঠে ফিরলেও চ্যাম্পিয়নস লিগ মাঠে গড়াবে ফেব্রুয়ারিতে। শেষ ষোলোর প্রথম লেগ ১৪,১৫,২১ এবং ২২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে ৭,৮,১৪ এবং ১৫ মার্চ।

দেখে নিন শেষ ষোলোর ড্রতে কারা কার মুখোমুখি হয়েছে-

শেষ ষোলোর ড্র:

আরবি লাইপজিগ বনাম ম্যাঞ্চেস্টার সিটি

ক্লাব ব্রাগা বনাম বেনফিকা

লিভারপুল বনাম রিয়াল মাদ্রিদ

এসি মিলান বনাম টটেনহাম হটস্পার্স

ফ্রাঙ্কফুর্ট বনাম নাপোলি

বুরুশিয়া ডর্টমুন্ড বনাম চেলসি

ইন্টার মিলান বনাম পোর্তো

পিএসজি বনাম বায়ার্ন মিউনিখ।

এবারের চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে সর্বোচ্চ চারটি করে দল এসেছে ইংলিশ প্রিমিয়ার লিগ এবং জার্মানের বুন্দেস লিগা থেকে। এছাড়া সিরিয়া থেকে তিনটি,পর্তুগিজ লিগা পর্তুগাল থেকে দুটি এছাড়া একটি করে দল এসেছে স্প্যানিশ লা লিগা,ফ্রেঞ্চ লিগ ওয়ান এবং বেলজিয়ান লিগ থেকে। দেখে নিন কোন দল কোন লিগ থেকে এসেছে।

ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে এসেছে— ম্যাঞ্চেস্টার সিটি,টটেনহাম হটস্পার্স,চেলসি এবং লিভারপুল।

জার্মান বুন্দেস লিগা থেকে এসেছে— বায়ার্ন মিউনিখ,বুরুশিয়া ডর্টমুন্ড,ফ্রাঙ্কফুর্ট এবং আরবি লাইপজিগ।

ইতালিয়ান লিগ থেকে এসেছে— এসি মিলান,ইন্টার মিলান এবং নাপোলি।

পর্তুগিজ লিগা থেকে এসেছে— বেনফিকা এবং পোর্তো।

স্প্যানিশ লা লিগা থেকে এসেছে— রিয়াল মাদ্রিদ।

ফ্রেঞ্চ লিগ ওয়ান থেকে এসেছে— প্যারিস সেইন্ট জার্মেই।

বেলজিয়ান লিগ থেকে — ক্লাবব্রাগা

বন্ধ করুন