চলতি আই লিগ জয়ের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল মহমেডান স্পোর্টিং ক্লাব। রবিবার, ১৭ মার্চ অ্যাওয়ে ম্যাচে নেরোকা এফসি-কে ২-০ গোলে হারাল সাদা কালো ব্রিডেগ। চলতি মরশুমে এই নিয়ে দু’বারই নেরোকাকে হারাল বাংলার এই ক্লাব।
প্রথম পর্বে তারা নৈহাটি স্টেডিয়ামে নেরোকার বিরুদ্ধে জিতেছিল। এ দিন জিতেছে শিলংয়ে। মণিপুরের ক্লাব হলেও রাজ্যে অস্থিরতার কারণে নেরোকাকে শিলংয়ে হোম ম্যাচ খেলতে হচ্ছে। নেরোকার এফসি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ২-০ গোলে জিতল সাদা-কালো বাহিনী। এদিন জোড়া গোল করে ম্যাচের নায়ক হয়েছেন এডি হার্নান্দেজ
আরও পড়ুন… IPL 2024 খেলার জন্য ফিট শ্রেয়স আইয়ার, তাহলে কেন চিকিৎসকরা KKR ক্যাপ্টেনকে সাবধান করলেন?
আর এই জয়ের সঙ্গেই আই লিগ জয়ের আরও কাছে পৌঁছে গেল মহমেডান। কারণ বিপক্ষকে ঘরের মাঠে উড়িয়ে এই মুহূর্তে ২০ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই রয়ে গেল আন্দ্রে চেরনিশভের দল। এই নিয়ে টানা চার ম্যাচে জিতল মহমেডান। দলের ঐক্যবদ্ধ মনোভাব এবং সংহতিতেই জয় এসেছে। তবে নেরোকার বিরুদ্ধে প্রথম গোল পেতে দীর্ঘ সময়ে অপেক্ষা করতে হয়েছিল তাদের।
ম্য়াচের ৪২ মিনিটে গোল করেন এডি হার্নান্দেজ। জসিমের নিখুঁত পাস থেকে গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধে মহমেডানের দাপট বজায় রেখেছিল। এ বারও গোল করেন এডি হার্নান্দেজ। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের ৫৪ মিনিটে দলের ব্যবধান বাড়ান এডি হার্নান্দেজ।
এই জয়ের ফলে আই লিগের শীর্ষস্থান আরও মজবুত করল মহমেডান। ২০ ম্যাচে তাদের ৪৭ পয়েন্ট হল। বাকি চার ম্যাচ থেকে আর আট পয়েন্ট পেলেই আই লিগ নিশ্চিত তাদের। ফলে আইএসএলেরও যোগ্যতা অর্জন করবে তারা। জয়ের পর মহমেডানের কোচ আন্দ্রে চেরনিশভের বলেন, ‘এই ম্যাচটা জিততেই হত আমাদের। কঠিন পরিস্থিতিতে খেলতে হয়েছে। নেরোকার হারানোর কিছু ছিল না। চাপের মধ্যেও ছেলেরা ভালো খেলেছে। আমি ওদের নিয়ে গর্বিত।’ এডি হার্নান্দেজের জোড়া গোলে উড়ে গেল পাহাড়ের দল। আগামী ২৩ মার্চ রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে খেলতে নামবে মহামেডান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।