বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > মিশন AFC Asian Cup Qatar 2023 এর জন্য ৫০ জন ফুটবলারকে বেছে নিলেন ইগর স্টিমাচ

মিশন AFC Asian Cup Qatar 2023 এর জন্য ৫০ জন ফুটবলারকে বেছে নিলেন ইগর স্টিমাচ

৫০ জন ফুটবলারকে বেছে নিলেন ইগর স্টিমাচ (ছবি:AFP)

নতুন বছরের প্রথম মাসেই দোহায় বসতে চলেছে এএফসি এশিয়ান কাপের আসর। ২০২৪ সালের ১২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত কাতারে বসবে এশিয়ান কাপের এই আসর। ভারত রয়েছে ‘বি’ গ্রুপে। যাকে ‘গ্রুপ অফ ডেথ’ বললেও ভুল হবে না। ভারতের গ্রুপে অস্ট্রেলিয়া, উজবেকিস্তান ও সিরিয়া রয়েছে।

AFC Asian Cup Qatar 2023: নতুন বছরের প্রথম মাসেই দোহায় বসতে চলেছে এএফসি এশিয়ান কাপের আসর। ২০২৪ সালের ১২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত কাতারে বসবে এশিয়ান কাপের এই আসর। ভারত রয়েছে ‘বি’ গ্রুপে। যাকে ‘গ্রুপ অফ ডেথ’ বললেও ভুল হবে না। ভারতের গ্রুপে অস্ট্রেলিয়া, উজবেকিস্তান ও সিরিয়া রয়েছে। এই তিনটি শক্তিশালী দলের বিরুদ্ধে খেলবে ইগর স্টিমাচের ছেলেরা। ১৩ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুনীল ছেত্রীরা খেলবেন। এরপরে ১৮ জানুয়ারি উজবেকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। সিরিয়ার বিরুদ্ধে ২৩ জানুয়ারি খেলতে নামবে টিম ইন্ডিয়া।

আসন্ন এএফসি এশিয়ান কাপের জন্য ৫০ জনের সম্ভাব্য় স্কোয়াড ঘোষণা করলেন। সিনিয়র জাতীয় দলের হেড কোচ ইগর স্টিমাচ। আসন্ন এএফসি এশিয়ান কাপের আসরটি চলতি বছর চিনে আয়োজিত হওয়ার কথা ছিল। তবে করোনার জন্য শেষ পর্যন্ত এই প্রতিযোগিতা কাতারে চলে যায়। সুনীল ছেত্রী অ্যান্ড কোং আগামী ৩০ জানুয়ারি দোহা উড়ে যাবে। ইগর স্টিমাচের ছেলেরা তারপর কাতারে সরাসরি এএফসি এশিয়ান কাপের প্রস্তুতি শুরু করে দেবেন।

ভারত এই নিয়ে পঞ্চমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে। ভারত এর আগে ১৯৬৪, ১৯৮৪, ২০১১ এবং ২০১৯ সালে অংশ নিয়েছিল। ১৯৬৪ সালে প্রথমবার খেলতে নেমে রানার্সও হয়েছিল ভারত। তবে ২০১৯ সালে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল ভারতকে। এবারে ভালো ফল করার জন্য ৫০ জন ফুটবলারকে বেছে নিলেন ইগর স্টিমাচ।

চলুন দেখে নেওয়া যাক ৫০ জনের সেই তালিকা:

গোলকিপার: গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, বিশাল কাইথ, ধীরজ সিং মোইরাংথেম ও গুরমীত সিং চাহাল

ডিফেন্ডার: নাওরেম রোশন সিং, বিকাশ ইউমনাম, লালচুংনুনগা, সন্দেশ ঝিঙ্গান, নিখিল পূজারি, চিংলেনসানা সিং, প্রীতম কোটাল, হরমিপাম রুইভা, শুভাশিস বসু, আশিস রাই, আকাশ মিশ্র, মেহতাব সিং, রাহুল ভেকে, নরেন্দ্র গেহলট ও আমে রানাওয়াড়ে

মিডফিল্ডার: সুরেশ সিং ওয়াংজাম, রোহিত কুমার, ব্রেন্ডন ফার্নান্ডেজ, উদান্ত সিং কুমাম, ইয়াসির মহম্মদ, জিকসন সিং থৌনাওজাম, অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, গ্লেন মার্টিন্স, লিস্টন কোলাসো, দীপক টাংড়ি, লালেংমাউইয়া রালতে, বিনীত রাই, নিনথোইংগানবা মিতেই ও নাওরেম মহেশ সিং

ফরোয়ার্ড: সুনীল ছেত্রী, রহিম আলি, ফারুখ চৌধুরি, নন্দকুমার সেকর, শিব শক্তি নারায়ণন, রাহুল কেপি, ইশান পণ্ডিতা, মনবীর সিং, কিয়ান নাসিরি, লালিয়ানজুয়ালা চাংতে, গুরকিরত সিং, বিক্রম প্রতাপ সিং, বিপীন সিং থৌনাওজাম, পার্থির গোগোই ও জেরি মাউয়িহিমিংথাঙ্গা

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘‌চিকিৎসক সত্তা থেকে তাগিদ অনুভব করেই এখানে এসেছি’‌, অনশন মঞ্চে তৃণমূল বিধায়ক অনন্যার গোপন ভিডিয়ো ফাঁসের হুমকি আরিয়ানের! শাহরুখ পুত্রকে নিয়ে অভিযোগ নায়িকার দশমীর পর গুরু-শুক্রর সমসপ্তক যোগ, ৪ রাশির খুলবে ভাগ্যর দ্বার ৬৮,০০০ মার্কিন ডলার মুক্তিপণ চেয়েছিল সাইবার হ্যাকাররা, মেনে নিল স্টার হেলথ ১টা ডটের শাস্তি! রিশাদের বাকি ৫ বলে ৫ ছক্কা সঞ্জুর, ওভারে উঠল ৩০ রান- ভিডিয়ো কোলে ইয়ালিনি,ছেলের হাত ধরে! দু-হাতে সন্তানদের সামলাচ্ছেন রাজের 'দুর্গা' শুভশ্রী ধোনি-পন্তদেরও নেই এই নজির, ৪০ বলের বিধ্বংসী T20I শতরানে ইতিহাস গড়লেন স্যামসন আম্বানিকে টপকে ধনীদের তালিকায় শীর্ষে আদানি, তিন নম্বরে উঠে এলেন সাবিত্রী দুর্গাপুজোর কার্নিভালের দিনই ‘দ্রোহের কার্নিভাল’, ডাক জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টর্স শ্যুটিংয়ের পাশাপাশি মডেলিংয়েও তুখোড় মনু! প্রমাণ দিলেন ল্যাকমে ফ্যাশন উইকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.