কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বড় জয় পেল ইন্টার মিয়ামি। একেবারে গোলের বন্যা বইয়ে দিল মেসি বাহিনীরা এবং এর জেরে বড় ব্যবধানে জিতল তারা। ন্যাশভিল এসসিকে তারা পরাজিত করল ৩-১ গোলে। দুই লেগ মিলিয়ে মোট ফলাফল হয় ৫-৩। এর আগে যখন দুই দল মুখোমুখি হয়েছিল, তখন ম্যাচ শেষ হয়েছিল ২-২ ফলাফলে। অন্যদিকে এই মেসি-সুয়ারেজদের এই জয় চাপে ফেলল ন্যাশভিলকে। ব্যাকফুটে চলে যায় তারা। কোনও ভাবেই এদিন তারা রুখে দাঁড়াতে পারেনি ইন্টার মিয়ামির বিরুদ্ধে। রক্ষণভাগকে দুর্বল দেখায়। একটি গোল শোধ করলেও তারপর তারা ভেদ করতে পারেনি মেসিদের রক্ষণভাগ।
কিন্তু এই জয় আনন্দ দেয় সকল ফুটবল প্রেমীদের। ইতিমধ্যেই ম্যাচের গোলগুলি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে। মেসি ভক্ত থেকে শুরু করে সুয়ারেজ ভক্ত, সকলেই কমেন্ট করতে থাকেন এতে। সকলেরই দাবি তারকা ফুটবলেরদের পারফরম্যান্স মন জয় করেছে সকলের।
বৃহস্পতিবার, অর্থাৎ ১৪ মার্চ, ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে ম্যাচ জিতে মুখে একরাশ হাসি নিয়ে মাঠ ছাড়ে মিয়ামি সমর্থকেরা। অন্যদিকে লড়াই করেও জিততে না পারায় হতাশ হয়ে যায় ন্যাশভিল সমর্থকরা। এদিন দুটি অর্ধই যায় মেসিদের নামে।
নেমেই ৮ মিনিটের মাথায় মিয়ামিকে এগিয়ে দেয় উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। তার কিছুক্ষণ পরেই নিজের ভক্তদের মুখে হাসি ফোটান মেসি। ২৩ মিনিটের মাথায় দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন তিনি। যদিও এরপর ন্যাশভিলের কাছেও বেশ কয়েকটি সুযোগ আসে গোল করার কিন্তু তারা তার সদ্ব্যবহার করতে পারেনি। দ্বিতীয়ার্ধের চিত্রটাও ঠিক একই হয়। নেমেই আক্রমণে যায় মেসিরা। তবে এবার কোনও রকমে নিজেদের গোল খাওয়া থেকে বাঁচাছিল ন্যাশভিল। তবে ৬৩ মিনিটের মাথায় দলের হয়ে গোল করেন টেলর। এরপর যদিও কিছুটা হলেও চেষ্টা চালিয়ে যায় ন্যাশভিল। অতিরিক্ত সময় এসে তারা গোল করে। ম্যাচ শেষ হয় ৩-১ গোলে।
তবে এমন দুর্দান্ত পারফরম্যান্স ও গোল ছড়িয়ে পড়তে বেশি সময় নেয়নি। দ্রুতই ভাইরাল হয়ে যায় চারিদিকে এবং এরপরই শুরু হয় ফুটবলপ্রেমীদের কমেন্ট। মেসি ভক্ত হোক কি সুয়ারেজ ভক্ত, সকলেই আনন্দ পেয়েছে এই পারফরম্যান্স। কেউ দাবি করে মেসি সেরা, তো আবার কেউ দাবি করে সুয়ারেজ সেরা। সবমিলিয়ে, এমন ফুটবল নজর কেড়েছে সকলের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।