বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ISL 2021-22: নামেননি অনুশীলনে, হ্যামস্ট্রিং সমস্যায় সম্ভবত ফাইনালে নেই কেরালার সাহাল

ISL 2021-22: নামেননি অনুশীলনে, হ্যামস্ট্রিং সমস্যায় সম্ভবত ফাইনালে নেই কেরালার সাহাল

সেমিফাইনালে জামশেদপুরের বিরুদ্ধে গোল করে সাহালের সেলিব্রেশন। ছবি- পিটিআই। (PTI)

সাহাল একান্তই না খেললে, নিশু কুমার বা রাহুল কেপি, কেরালার হয়ে ফাইনালে খেলতে পারেন।

রবিবার (২০ মার্চ) গোয়ার ফতোরদায় জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এ মরশুমের আইএসএল ফাইনালে মুখোমুখি হতে চলেছে কেরালা ব্লাস্টার্স ও হায়দরাবাদ এফসি। দুই মরশুমে প্রথমবার দর্শকদের উপস্থিতিতে এই ফাইনাল নিয়ে উত্তেজনা চরমে। তবে তার আগে দুঃসংবাদ কেরালা শিবিরে। সম্ভবত ফাইনালে মাঠে নামতে পারবেন না সাহাল আব্দুল সামাদ।

এ মরশুমে কেরালার হয়ে ছয় গোল করা সাহাল, দলের ফাইনালে পৌঁছনোয় বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সেমিফাইনালে জামশেদপুরের বিরুদ্ধে প্রথম লেগে সাহালের গোলেই তো ম্যাচ জিতেছিল কেরালা। তবে দ্বিতীয় লেগের আগে তাঁর হ্যামস্ট্রিংয়ে সামান্য টান লাগায়, তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়। সেই হ্যামস্ট্রিং সমস্যা এখনও পুরোপুরি সারেনি। শুক্রবার পর্যন্ত নাকি সাহাল কোনওরকম অনুশীলনও করেননি, তাই ফাইনালে তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছে প্রবল সংশয়।

২৪ বছর বয়সী ভারতীয় তারকার ফিটনেস আপডেট নিয়ে এক সূত্র Times of India-কে জানান, ‘সাহাল (শুক্রবার) মাঠে আসলেও, অনুশীলনে অংশগ্রহণ করেননি। সকলে ভয় পাচ্ছেন যে ওর মনে কোনও পেশি ছিড়েছে, যা থেকে সুস্থ হতে অন্তত সপ্তাহখানেক লাগবে। ওর ওই চোটের পর কিছুদিন কেটে গেলেও এক বিন্দুও অনুশীলন করেনি সাহাল। ওর চোটের বিষয়ে শনিবারই সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে, তবে ওর মাঠে নামার উপর বেশ প্রশ্নচিহ্ন রয়েছে।’ সাহাল একান্তই না খেললে, নিশু কুমার বা রাহুল কেপি, কেরালার হয়ে ফাইনালে খেলতে পারেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সুদীপার ‘রান্নাঘর’-এ এবার কনীনিকা, ‘শো কীভাবে সাকসেসফুল হবে…’ চিন্তায় অভিনেত্রী! কালীঘাটে মমতা-জুনিয়র ডাক্তার রুদ্ধদ্বার বৈঠকের সময় বাইরে উঠল স্লোগান…ছবি একনজরে বেঙ্গালুরু কি কর্ণাটকে না পাকিস্তানে! কেন হঠাৎ সুইগির ওপর ক্ষুব্ধ হলেন মহিলা শীঘ্রই শুরু হবে সেনসাস, জাতিগণনা নিয়ে এখনও চিন্তাভাবনা চালাচ্ছে সরকার পৃথিবীর টানে ছুটে আসছে 'মিনি মুন'! দুই উপগ্রহ নিয়ে ঘুরপাক খাবে পৃথিবী জুনিয়র ডাক্তারদের নতুন আইনজীবী ইন্দিরা জয়সিং, ছবি নিয়ে আসরে নামল তৃণমূল স্বামী রোজ স্নান করেন না ,গায়ে ছিটিয়ে নেন গঙ্গার জল! ডিভোর্স চাইলেন স্ত্রী উত্তরবঙ্গ হাসপাতালে মাফিয়ারাজের অভিযোগ, সিবিআই তদন্তের দাবি তুলে চিঠি রাজ্যপালের আরশাদ বাজি মেরে দিতে পারে, অলিম্পিক্সের আগে একটি ফোনেই জেনেছিলেন নীরজ শ্রাদ্ধানুষ্ঠানের নিমন্ত্রণপত্রে লেখা 'We Want Justice', অনন্য প্রতিবাদ রায়গঞ্জে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.