কোচ বদলেছে, নতুন নতুন প্লেয়ার এনে দলের ভোল কার্যত বদলে ফেলা হয়েছে। তার পরেও ভাগ্যের চাকা ঘুরছে না ইস্টবেঙ্গলের। তারা যে তিমিরে ছিলে, সেখানেই রয়ে গিয়েছে। ইস্টবেঙ্গল এফসি-র পুরনো রোগ যেন কিছুতেই সারছে না। তারা শুরুতে গোল করে এগিয়ে গিয়েও ম্যাচ হেরে বসে থাকছে।
একই রোগের কারণে গত বার আইএসএলে জেতার জায়গায় পৌঁছেও ১১ পয়েন্ট খুইয়েছিল লাল-হলুদ ব্রিগেড। এবারও স্টিফেন কনস্ট্যান্টাইনের বদলের কার্লেস কুয়াদ্রাতকে কোচ করে আনলেও বদলায়নি পরিস্থিতি। সারেনি রোগ।মাত্র চারটি ম্যাচ খেলেছে। এর মধ্যেই জেতার জায়গা থেকে ছ’পয়েন্ট খুইয়ে ফেলেছে ইস্টবেঙ্গল।
বারবার কেন হচ্ছে এমন? কেন সারছে না পুরনো রোগ? এর ব্যাখ্যা দিতে গিয়ে স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত বলেন, ‘আসলে আমাদের দলে এ বার অনেক নতুন খেলোয়াড় আছে। ওদের আরও পরিণত হয়ে উঠতে হবে। হারগুলো আমাদের কাছে একটা বড় শিক্ষা। বেঙ্গালুরুতেও এ রকম হয়েছিল। গোয়ার বিরুদ্ধেও হল। আমাদের মানসিক ভাবে আরও শক্তিশালী হতে হবে, যাতে এই কঠিন দলগুলোর বিরুদ্ধে ভাল খেলতে পারি।’
যদিও আইএসএল চ্যাম্পিয়ন কোচ কুয়াদ্রাত বলছেন, এমন বেশিদিন চলতে দেবেন না তিনি। তাঁর দাবি, ‘এই ভুলগুলো শোধরাতে হবেই। গত ম্যাচে একটা পেনাল্টি আমাদের শেষ করে দিয়েছিল, এই ম্যাচে একটা ফ্রি কিকের জন্য আমরা খেলা থেকে হারিয়ে গেলাম। এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে হবে আমাদের। প্রতি ম্যাচে এমন হতে দেওয়া যাবে না।’
দুই অ্যাটাকিং মিডফিল্ডার বোরহা হেরেরা এবং সল ক্রেসপোও এখনও পর্যন্ত কোনও গোল করতে পারেননি। এমন কী গোল করাতেও বড় কোনও ভূমিকা রাখতে পারেননি। গতবারের সবচেয়ে সফল জুটি নওরেম মহেশ সিং এবং ক্লেটন সিলভাই দলকে গোল এনে দিচ্ছেন। দলের চারটি গোলের মধ্যে ক্লেটনের দু’টি ও মহেশের দু’টি। অ্যাসিস্টের দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে নন্দকুমার শেখর। দু'টি গোলে অ্যাসিস্ট করেছেন তিনি। কিন্তু কোনও গোল করতে পারেননি। যাদের কাছ থেকে গোল আশা করা উচিত, তাদের কাছ থেকে গোল না পাওয়াটা ইস্টবেঙ্গলের একটা বড় সমস্যা হয়ে উঠছে।
কোচ বলছেন, ‘এ বার দল নতুন কৌশলে খেলছে। তাই সব কিছু গত বারের মতোই হবে, এমন ভাবার কোনও কারণ নেই। আমাদের আত্মবিশ্বাস বজায় রাখতে হবে। আমরা ভাল ফল করেও কেন তা ধরে রাখতে পারছি না, তার কারণ আমাদের কাছে খুবই পরিষ্কার। তাই সেগুলো নিয়ে এর পরে আমরা কাজ করব।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।