আসন্ন এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু করার আগেই বড় সমস্যার মুখে ইগর স্টিমাচ। তিনি যেই দলের লিস্ট তৈরি করেছেন সেই দলের সকলকে কি তিনি দলে পাবেন? আসলে সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গান ও গুরপ্রীত সিং সান্ধুকে কি তিনি দলে পাবেন? এটাই এখন বড় প্রশ্ন। কারণ নিয়ম বলছে যদি তাদের ক্লাব না চায় তাহলে সুনীলদের পাবেন না স্টিমাচ। এর মাঝেই এশিয়ান গেমসর মাঝেই শুরু হতে পারে আইএসএল। এমন অবস্থায় দলগুলো স্টার ফুটবলারদের ছাড়লে টুর্নামেন্টের প্রথমে বিপদে পড়তে পারে। সেই কারণেই এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এবার এই তারকাদের ছাড়ার বিষয়ে ক্লাব গুলোর সঙ্গে কথা বলছে ফেডারেশন।
ভারতের জাতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচ চিনের হ্যাংঝোতে এশিয়ান গেমসের জন্য চূড়ান্ত ২২ সদস্যের দল বেছে নিয়েছেন। সেই দলে তিনজন সিনিয়রকে অন্তর্ভুক্ত করেছেন তিনি। এখন মহাদেশীয় টুর্নামেন্টের জন্য সেরা প্রস্তুতি নেওয়ার জন্য কাজ করছেন স্টিমাচ। প্রত্যাশিত ভাবে, ভারতের শীর্ষস্থানীয় গোল স্কোরার সুনীল ছেত্রী, ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান এবং গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু এই তিনজনই ভারতীয় চূড়ান্ত দলের অন্তর্ভুক্ত হয়েছেন। তাঁরা এশিয়ান গেমস খেলার জন্য স্টিমাচের কাছ থেকে সম্মতি পেয়েছেন। তবে তাদের অংশগ্রহণ নির্ভর করবে তাদের ক্লাবগুলির উপরে। যদি আইএসএল-এ খেলা ক্লাব গুলো সুনীল, সন্দেশ বা গুরপ্রীতকে ছেড়ে দিতে ইচ্ছা দেখায় তবেই এই তিন তারকাকে পাবেন ইগর স্টিমাচ। আর যদি ক্লাব এই ফুটবলারদের ছেড়ে দেয় তাহলে খেলোয়াড়রা দীর্ঘ স্পেলের জন্য ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) শুরু দিকের বেশকিছু ম্যাচ মিস করবেন।
এশিয়ান গেমস ১৯ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে। এবং আইএসএল শুরু হওয়ার সম্ভাবনা ২১-২২ সেপ্টেম্বরের কাছাকাছি সময়ে। ভারত যদি ভালো অগ্রগতি করে তবে সিনিয়র খেলোয়াড়রা আইএসএল-এ নিজেদের ক্লাবের হয়ে বেশ কয়েকটি খেলা মিস করতে পারেন। এশিয়ান গেমস ফিফা আন্তর্জাতিক উইন্ডোর বাইরে পড়ে, তাই ক্লাবগুলিকে খেলোয়াড়দের ছেড়ে দেওয়ার বাধ্যবাধকতা নেই।
ফেডারেশনের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, ‘স্টিম্যাচ এশিয়ান গেমসের জন্য সেরা প্রস্তুতি চায়, তাই থাইল্যান্ডে কিংস কাপের জন্য একই স্কোয়াড নেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু যদি আমরা এই পরিকল্পনায় অটল থাকি, তাহলে খেলোয়াড়রা অনেক দিন ক্লাবের দায়িত্ব থেকে দূরে থাকবেন, পাশাপাশি এর অর্থ হবে অনূর্ধ্ব-২৩ স্কোয়াড (এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের জন্য) শক্তিশালী হবে না। খেলোয়াড়দের ছাড়ার বিষয়ে ক্লাবগুলির সঙ্গে কথা বলছে ফেডারেশন।’
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) প্রাথমিকভাবে এশিয়ান গেমসের জন্য শুধুমাত্র অনূর্ধ্ব-২৪ (কাট-অফ তারিখ ১.১.১৯৯৯) খেলোয়াড়দের নিবন্ধন করেছিল কিন্তু ক্রীড়া মন্ত্রক প্রাথমিকভাবে অনুমতি দেওয়ার পরে এবং তারপরে নিয়মের মানদণ্ড শিথিল করার পরে টুর্নামন্ট নিয়ে ফেডারেশনপুনর্বিবেচনা করতে বাধ্য হয়েছিল। স্টিমাচের থেকে একটি আবেদন পেয়েছিল ফেডারেশন।
প্রাথমিক তালিকা থেকে, মোহনবাগান মিডফিল্ডার এখনও এসিএল ইনজুরি থেকে সেরে উঠার কারণে দীপক ট্যাংরিকে চূড়ান্ত দলে অন্তর্ভুক্ত করা হয়নি, অন্যদিকে লালনুন্টলুয়াঙ্গা বাউইটলুং, প্রভসুখান সিং গিল এবং থোইবা সিংও দল থেকে বাদ পড়েছেন। সিনিয়রদের পাশাপাশি ইস্টবেঙ্গলের ডিফেন্ডার লালচুংনুঙ্গা আরেক সংযোজন হয়েছেন। এশিয়ান গেমসের আয়োজকরা চূড়ান্ত স্কোয়াড গ্রহণ করেছে কিনা তা এখনও পরিষ্কার নয়।
এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলের স্কোয়াড: গুরপ্রীত সিং সান্ধু, গুরমিত সিং, ধীরাজ সিং, সন্দেশ ঝিঙ্গান, আনোয়ার আলি, নরেন্দ্র গাহলট, লালচুংনুঙ্গা, আকাশ মিশ্র, রোশন সিং, আশিস রাই, জেকসন সিং, সুরেশ সিং, অপুইয়া রাল্টে, অমরজিৎ সিং, রাহুল কেপি, মহেশ সিং, শিব শক্তি নারায়ণন, রহিম আলি, অনিকেত যাদব, বিক্রম প্রতাপ সিং, রোহিত দানু এবং সুনীল ছেত্রী।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।