শেষ হয়েছে উত্তপ্ত অ্যাশেজ সিরিজ। ২-২ অবস্থায় শেষ হয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। দুটি ম্যাচে পিছিয়ে থাকার পর সিরিজে ফিরে আসে ইংল্যান্ড। তাদের ব্যাজবল ক্রিকেটীয় পদ্ধতি নিয়ে তর্ক-বিতর্ক হয়েছে। অনেকে সমালোচনা করেছেন। আবার বেশ কিছু প্রাক্তন ক্রিকেটার এই পদ্ধতির প্রশংসা করেছে। এইবার ইংল্যান্ডের এই আক্রমনাত্মক পদ্ধতি নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়ার তারকা স্পিন বোলার নাথান লিয়ন। সম্প্রতি তিনি জানিয়েছেন, ইংল্যান্ডের ব্যাজবল পদ্ধতি দেখেননি। লিয়ন নিজে দুটি টেস্ট ম্যাচে খেলতে পারেন। পায়ের পেশির চোটের কারণে সিরিজ থেকে ছিটকে যান তিনি।
লিয়ন সিরিজ থেকে ছিটকে গেলেও বাকি ম্যাচগুলি টানটান উত্তেজনাপূর্ণ হয়। তৃতীয় ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার পরেও বাকি দুটি ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করে জয় ছিনিয়ে নেয় ইংল্যান্ড। এর মাঝে অনেক বিতর্কেও সৃষ্টি হয়েছে। সম্প্রতি এই তারকা বোলার সেনস দি রান হোমকে একটি সাক্ষাৎকারে বলেন, 'আমি জানি সবাই ব্যাজবল নিয়ে কথা বলছে। সত্যি কথা বলতে আমি যে দুটি টেস্ট ম্যাচ খেলেছি সেখানে সত্যিই ব্যাজবল পদ্ধতি দেখিনি। যে ম্যাচগুলিতে আমি খেলেছি সেখানে আমরা ২-০ তে এগিয়ে যাই। যদি একটু খেয়াল করে দেখা হয় তাহলে দেখা যাবে আমাদের ব্যাটারা এই ম্যাচগুলিতে সেঞ্চুরি পেয়েছে। যেমন ডেভিড ওয়ার্নার। আমি তাকে এক সেশনে সেঞ্চুরি করতে দেখেছি। আমি মনে করি এই ব্যাজবল পদ্ধতিতে অনেক সমস্যা রয়েছে। যদি আমি মনে করি বিপক্ষ দল আক্রমনাত্মক ভাবে খেলতে চলেছে তাহলে তাদের উত্থান এবং পতন সম্পর্কে একটি আন্দাজ পাওয়া যায়।'
এই স্পিনার ২০২৭ অ্যাশেজে ফিরে আসার কথা বলেছেন। সেই সময় এই সিরিজটি ফের ইংল্যান্ডে ফিরে আসবে। এই বিষয়ে তিনি বলেন, 'আমি সত্যি করেই বলছি, অ্যাশেজে ফিরে আসার জন্য আমি কোনও মশকরা করছি না। আমি চোট পাওয়ার পর ঘরে ফিরে আসি। তখন আমার সতীর্থদের বাকি তিনটি টেস্ট ম্যাচ খেলতে দেখে আমার মধ্যে সেই ইচ্ছাটা আরও জেগে উঠেছে। আমার মনে হচ্ছিল সেখানে গিয়ে খেলতে নেমে পড়ি। সঙ্গে সবাইকে আশ্বস্ত করতে পারি যে আমি খেলতে পারি। খেলার জন্য আমার ক্ষুধা সম্ভবত একটি নতুন স্তরে চলে গিয়েছে। এই চোট আমাকে একটু বেশি সময় কাটাতে, খেলা নিয়ে ভাবতে, তা প্রতিফলিত করতে এবং কিছু লক্ষ্য পুনরায় ঠিক করতে সাহায্য করেছে। আমি অবশ্যই অ্যাশেজের জন্য ইংল্যান্ডে ফিরে যাওয়ার কথা স্পষ্ট করছি না। আমার ক্রিকেট জীবনের ফিনিশিং লাইন এখনও আমার দৃষ্টিতে আসেনি। আমার চোখে এখনও অনেক ক্রিকেট বাকি আছে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।