টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ফ্রি-হিটে বোল্ড হওয়ার পরও বিরাট কোহলির রান নেওয়া নিয়ে প্রতিবাদ জানিয়েছিল পাকিস্তান। সেই নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। পাকিস্তানের দাবি, বোল্ড হওয়ার পর বল ডেড হয়ে যায় তারপর রান নেওয়া যায় না। তবে আম্পায়াররা ভারতের রান বৈধ বলে ঘোষণা করেন। এই আবহে এই বিতর্ক নিয়ে মুখ খুললেন প্রাক্তন আম্পায়ার সাইমন টাফেল।
একটি লিঙ্কডিন পোস্টে সাইমন টাফেল এই বিতর্ক প্রসঙ্গে লেখেন, ‘গতরাতে MCG-তে ভারত বনাম পাকিস্তান ম্যাচের উত্তেজনাপূর্ণ ক্লাইম্যাক্সের পরে, অনেকেই ফ্রি হিটে কোহলির বোল্ড হওয়া এবং তারপরেও ভারতের রান নেওয়ার বিষয়ে আমার থেকে ব্যাখ্যা চেয়েছিলেন। আম্পায়ার বাই রানের সংকেত দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। ফ্রি হিটের জন্য, স্ট্রাইকার বোল্ড আউট হতে পারে না এবং তাই স্টাম্পে বল লাগলেও তা ডেয় হয় না - বলটি তখনও খেলার মধ্যে রয়েছে এবং বাই রানের আইনের অধীনে সমস্ত শর্ত পূরণ করে।’
উল্লেখ্য, ফ্রি-হিটে যদিও বল স্টাম্পে লাগে, তাহলে কী হবে, তা নিয়ে সরাসরি আইসিসির নিয়মে বলা নেই। তবে ফ্রি-হিট এবং ডেড বলের নিয়ম দেখলেই পুরো বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। আইসিসির ২১.১৯.২ ধারা অনুযায়ী, নো বলে কোনও ব্যাটার যেভাবে আউট হতে পারেন, শুধুমাত্র সেভাবেই ফ্রি-হিটে কোনও ব্যাটার আউট হতে পারেন। শুধুমাত্র রান-আউট, হ্যান্ডলিং দ্য বল, অবস্ট্রাকশনের মাধ্যমে আউট হতে পারেন।
আইসিসির ২০.১.১.৩ ধারা অনুযায়ী, ব্যাটার আউট হয়ে গেলে ডেড বল ঘোষণা করা হবে। যে মুহূর্তে ব্যাটার আউট হবেন, তখন থেকেই বল ডেড বলে বিবেচিত হবে। কিন্তু ফ্রি-হিটে বোল্ড হওয়ার ঘটনাকে ‘আউট’ হিসেবে বিবেচনা করা হয় না। তাই বলটি ‘ডেড বল’ হওয়ার প্রশ্নই উঠছে না। সেই পরিস্থিতিতে রান নেওয়া ক্ষেত্রে কোনও বাধা নেই। ফ্রি-হিটের ক্ষেত্রে বলটা তখনই ‘ডেড’ হবে, যখন তা বোলার বা উইকেটকিপারের হাতে এসে পৌঁছবে।
রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের জন্য শেষ ওভারে ১৬ রান দরকার ছিল ভারতের। চতুর্থ বলটি উচ্চতার কারণে নো বল হয়। স্বভাবতই পরের বলটি ফ্রি-হিট দেওয়া হয়। কিন্তু ফ্রি-হিটে বোল্ড হয়ে যান বিরাট কোহলি। দৌড়ে তিন রান নিয়ে নেন বিরাট এবং দীনেশ কার্তিক। তা নিয়েই তুমুল প্রতিবাদ শুরু করেন পাকিস্তানি ক্রিকেটাররা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।