শুভব্রত মুখার্জি:- সম্প্রতি ভারতীয় ফুটবলের সময়টা ভালো যাচ্ছে না। সিনিয়র পুরুষ দল ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্যাচে আশানুরূপ ফল করতে পারেনি। দ্বিতীয় রাউন্ডে হোম এবং অ্যাওয়ে ম্যাচে তারা খেলেছে আফগানিস্তানের বিরুদ্ধে। কিন্তু যে টাই থেকে ভারত ছয় পয়েন্ট পাবে আশা করা হয়েছিল সেই টাই থেকে মাত্র এক পয়েন্ট পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।
প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ড্র করার পরে ঘরের মাঠে তাদের কাছেই হারতে হয়। আর এরপরেই জাতীয় দলের হেড স্যার ইগর স্টিম্যাচের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠে যায়। সমর্থকদের তরফে তাঁকে সরানোর দাবি ওঠে। এআইএফএফের তরফে ইগর স্টিম্যাচের সঙ্গে জাতীয় সিনিয়র দলের পারফরম্যান্স নিয়ে আলোচনা করতে পাঁচ সদস্যের একটি কমিটি ও গঠন করা হয়। সাম্প্রতিক এই খারাপ পারফরম্যান্সের জেরে সদ্য প্রকাশিত ফিফা ক্রমতালিকায় পতন হয়েছে ভারতের। তারপরেও আগামী জুন মাস পর্যন্ত ভারতীয় সিনিয়র পুরুষ দলের কোচ হিসেবে বহাল থাকছেন ইগর স্টিম্যাচ।
সদ্য প্রকাশ পেয়েছে ফিফা ক্রমতালিকা। যেখানে চার ধাপ নেয়ে গিয়েছে ভারতীয় দল। এই মুহূর্তে তাদের স্থান ১১৭ থেকে নেমে ১২১-এ চলে গিয়েছে। এরপরেও এআইএফএফের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারের দ্বিতীয় রাউন্ডের শেষ দুটি ম্যাচ পর্যন্ত অন্ততপক্ষে থাকছেন স্টিম্যাচ।
জুনে ভারত এই দুটি ম্যাচ খেলবে। হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে এই ম্যাচ দুটো তারা খেলবে কুয়েতের বিরুদ্ধে। সম্প্রতি এআইএফএফের সভাপতি কল্যাণ চৌবের সঙ্গে একটি ভার্চুয়াল মিটিংও হয়েছে ইগর স্টিম্যাচের। যেখানে স্টিম্যাচ তাঁর একটি মন্তব্য নিয়ে ব্যাখ্যা দিয়েছেন। উল্লেখ্য আফগানিস্তান ম্যাচ হারের পরে স্টিম্যাচ দৃঢ়তার সঙ্গে জানিয়েছিলেন তিনি জাতীয় দলকে তৃতীয় রাউন্ডে নিয়ে যাবেন। আর তা না পারলে জাতীয় দলের কোচের পদ থেকে ইস্তফা দেবেন তিনি। এই মন্তব্য নিয়েও কল্যাণ চৌবেকে তাঁর ব্যাখ্যা দিয়েছেন ইগর স্টিম্যাচ।
আইপিএল সংক্রান্ত যাবতীয় খবর, ছবি, ওয়েবস্টোরি, লাইভ স্কোর আপডেটে চোখ রাখতে ক্লিক করুন এখানে
এআইএফএফের এক সূত্র মারফত জানা গিয়েছে ইগর স্টিম্যাচের সঙ্গে তাঁর চুক্তির বিষয়ে কোন কথাই বলেননি কল্যাণ চৌবে। কারণ কোচ নিজে জানিয়েছেন জুনে কাঙ্খিত ফল না এলে তিনি সরে যাবেন। একথা মাথাতে রেখেই এই বিষয়ে আর কথা বাড়ানো হয়নি। সূত্রের খবর এই মুহূর্তে নয়া চুক্তি অনুযায়ী ইগর স্টিম্যাচকে এআইএফএফ মাসিক ৩০০০০ মার্কিন ডলার বেতন প্রদান করে। তাঁর চুক্তি রয়েছে ২০২৬ সাল পর্যন্ত। অর্থাৎ এর আগে ইগর স্টিম্যাচকে বরখাস্ত করতে গেলে তাঁকে এই সময়কালের বেতন বাবদ ভারতীয় মুদ্রায় ছয় কোটি টাকারও বেশি দিতে হবে। আর সেকথা মাথাতে রেখেই এআইএফএফ বিষয়টি নিয়ে ধীরে চলো নীতি নিয়েছে।
আরও পড়ুন:- IPL-এর ১৭ ইনিংসে ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি রান, রুতুর রেকর্ড ভাঙলেন সুদর্শন
কারণ এই বিপুল পরিমাণ অর্থ এই মুহূর্তে তাদের পক্ষে দেওয়া প্রায় অসম্ভব। এক্সিকিউটিভ কমিটির সদস্য এবং টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান আই এম বিজয়ন জানিয়েছেন, কোচের সঙ্গে তাঁর কথা হয়েছে। কোচের মতামত তাঁরা নিয়েছেন। বিষয়টিতে আপাতত খুশি এআইএফএফ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।