পিচ নিয়ে যত হইচই অজি মিডিয়ার, প্যাট কামিন্স জানালেন অন্য কথা। নাগপুর টেস্টে ভারতীয় স্পিনারদের কাছে আত্মসমর্পণ করতে হলেও বাইজগজ নিয়ে ক্ষোভ নেই অজি দলনায়কের। তিনি স্বীকার করে নিলেন, পিচে বল ঘুরলেও বাইশগজ খেলার অযোগ্য ছিল না।
নাগপুর টেস্ট শুরুর আগে থেকেই ঘূর্ণি পিচ নিয়ে বিস্তর চর্চা চলছে। প্রথম দিন থেকে ভারতীয় স্পিনাররা দাপট দেখানোর পরে জোরালো হয় সেই আলোচনা। প্রথম ইনিংসে অশ্বিন-জাদেজার স্পিন জুটির কাছে আত্মসমর্পণ করেন অজি ব্যাটসম্যানরা। অস্ট্রেলিয়া ১৭৭ রানে অল-আউট হওয়ার পরে সবাই দেখার অপেক্ষায় ছিলেন যে, এমন পিচে ভারতীয় ব্যাটসম্যানরা কীভাবে নিজেদের মেলে ধরেন।
তবে ভারত তাদের প্রথম ইনিংসে ৪০০ রান তোলার পরে পিচ নিয়ে অজিদের নাক সিঁটকানোর উপায় ছিল না। যে পিচে অজি ব্যাটসম্যানরা আয়ারাম গয়ারামের দলে নাম লেখান, সেখানে রোহিত শর্মা সেঞ্চুরি করেন। দুই বাঁ-হাতি বোলিং অল-রাউন্ডার জাদেজা ও অক্ষর হাফ-সেঞ্চুরি করেন। এমনকি মহম্মদ শামির মতো বোলার ৩৭ রানের সাবলীল ইনিংস খেলেন।
অথচ ভারতের ইনিংস শেষ হওয়ার পরেই দ্বিতীয় দফায় ফের অশ্বিন-জাদেজার স্পিন জুটির সামনে ধরাশায়ি হয় অস্ট্রেলিয়া। এবার তো তারা ১০০ রানের গণ্ডিও টপকাতে পারেনি। দ্বিতীয় ইনিংসে মাত্র ৯১ রানে অল-আউট হয় অস্ট্রেলিয়া এবং তারা ম্যাচ হারে এক ইনিংস ও ১৩২ রানের বিশাল ব্যবধানে।
তফাৎ যে স্পিনারদের বিরুদ্ধে ব্যাটসম্যানদের প্রয়োগ কৌশলে, সেটা বুঝে নিতে অসুবিধা হয় না। সুতরাং, এক্ষেত্রে নাগপুরের পিচকে কাঠগড়ায় তোলার উপায় ছিল না অজি দলনায়কের পক্ষে। তিনি ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জানান, পিচ কোনওভাবেই খেলার অযোগ্য ছিল না।
তবে কামিন্স এটা জানাতেও ভোলেননি যে, পিচে বল ঘুরলে ভারতীয় স্পিনারদের সামলানো কঠিন কাজ। তাঁর কথায়, ‘ভারত সত্যিই ভালো খেলেছে। রোহিত ওর জাত চিনিয়েছে। পিচে বল ঘুরলে ভারতীয় স্পিনারদের সামলানো নিতান্ত কষ্টসাধ্য। প্রথম ইনিংসে বল ঘুরলেও পিচ খেলার অযোগ্য ছিল না। আমাদের আরও ১০০ রান তোলা উচিত ছিল। তাহলে আরও একটু চাপ তৈরি করা যেত। এখানে শুরু করা বেশ কঠিন, তবে আমাদের তিন-চারজনকে স্বচ্ছন্দ দেখাচ্ছিল। যারা সড়গড় হয়ে যায়, তাদের বড় রান করতে হবে।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।