India vs New Zealand 2nd ODI: হায়দরাবাদে বড় রানের ইনিংস গড়েও সহজে জয় আসেনি ভারতের। ঘাম ঝরাতে হয় বিস্তর। ব্য়াটিং নিয়ে প্রশ্ন ছিল না, বরং আঙুল উঠছিল বোলারদের দিকে। রায়পুরে বোলাররাই ভারতের ম্য়াচ জয়ের মঞ্চ গড়ে দেন। দেখে নেওয়া যায় সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ভারতের ইতিবাচক দিক কোনগুলি।
1/5হায়দরাবাদে বড় রানের ইনিংস গড়া সত্ত্বেও ভারতকে কষ্ট করে জিততে হওয়ায় বোলারদের দিকে আঙুল উঠছিল। তবে রায়পুরে সেই বোলাররাই ভারতের জয়ের মঞ্চ গড়ে দেন। মহম্মদ শামিকে চেনা মেজাজে দেখা যায় সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে। শামি ১৮ রানে ৩ উইকেট নিয়ে জসপ্রীত বুমরাহর অভাব টের পেতে দেননি রোহিতদের। ছবি- এপি।
2/5হায়দরাবাদের প্রথম ওয়ান ডে ম্য়াচে বল হাতে হার্দিকের দিন মোটেও ভালো কাটেনি। রায়পুরে তারকা অল-রাউন্ডার দুর্দান্ত বল করেন। শামি-সিরাজ কিউয়ি শিবিরে প্রাথমিক ধাক্কা দেওয়ার পরে চাপ বজায় রাখেন হার্দিক। তিনি ৬ ওভারে ৩টি মেডেন-সহ মাত্র ১৬ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। ছবি- বিসিসিআই টুইটার।
3/5এমনটা নয় যে, রোহিত শর্মা অফ ফর্মে ছিলেন। তবে যেমন দাপটের সঙ্গে হিটম্য়ানকে ব্যাট করতে দেখতে অভ্যস্ত সবাই, সেই দাপটটা চোখে পড়ছিল না বেশ কিছুদিন ধরে। ভালো শুরু করেও হঠাৎই আউট হচ্ছিলেন রোহিত। রায়পুরে ভারত অধিনায়ককে দেখা যায় চেনা মেজাজে। তিনি ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫০ বলে ৫১ রান করে আউট হন। ছবি- পিটিআই।
4/5রায়পুরে কিউয়ি শিবিরে মোক্ষম আঘাত হানেন ভারতীয় পেসাররা। তবে স্পিনাররাও যতটুকু সুযোগ পেয়েছেন, উইকেট তুলেছেন পাল্লা দিয়ে। পেসারদের যথাযথ সঙ্গত করেন কুলদীপ-ওয়াশিংটন। কুলদীপ ২৯ রানে ১টি উইকেট নেন। ওয়াশিংটন ৭ রানে ২টি উইকেট দখল করেন। ছবি- এপি।
5/5ছোট টার্গেট হলেও ভারত অত্যন্ত ইতিবাচক মানসিকতা নিয়ে রান তাড়া করতে নামে। এমনটা নয় যে, ঠুকঠুক করে জয় তুলে নেওয়ার দিকে নজর দেয় ভারত। বরং স্বাভাবিক ছন্দে ব্যাট করতে দেখা যায় রোহিত-গিলদের। গিল ম্যাচ ফিনিশ করে আসার তাগিদ দেখান, যা ভারতীয় দলের কাছে অত্যন্ত ইতিবাচক সংকেত। সচরাচর সহজ টার্গেট তাড়া করতে নেমে তাড়াহুড়ো করতে দেখা যায় তরুণ ব্যাটসম্যানদের। গিল সেপথে হাঁটেননি। তিনি স্বাভাবিক ছন্দে ম্যাচ শেষ করে আসেন। ৬টি বাউন্ডারির সাহায্যে ৫৩ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন শুভমন। ছবি- এএফপি।