ধোনি, কোহলি ও রোহিত, তিন তারকার নেতৃত্বেই মাঠে নেমেছেন লোকেশ রাহুল। তিন ফর্ম্যাটেই লোকেশের অভিষেক ম্যাচে নেতা ছিলেন ধোনি। পরে কোহলির ক্যাপ্টেন্সি কেরিয়ারের পুরো সময়টায় তিনি জাতীয় দলে তাঁর সঙ্গী ছিলেন। এখন মাঠে নামেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে। হিটম্যানের অনুপস্থিতিতে ভারতীয় দলের নেতৃত্বভার তাঁর কাঁধে পড়েছে। তবে এক্ষেত্রে তিনি তাঁর তিন দলনায়কের পদাঙ্ক অনুসরণ করতে চান না। বরং ক্যাপ্টেন হিসেবে নিজস্বতা তুলে ধরতে চান, এমনটাই জানিয়ে দিলেন রাহুল।
এমনিতে রোহিতের ডেপুটির দায়িত্ব পালন করেন বটে, তবে পরবর্তী সময়ে টিম ইন্ডিয়ার স্থায়ী অধিনায়ক হওয়ার প্রধান দাবিদার রাহুলই। রোহিতের অনুপস্থিতিতে ভারতীয় দলকে লোকেশ নেতৃত্ব দিয়েছেন আগেও। এবার ক্যাপ্টেন হিসেবে মাঠে নামবেন সেখানে, যেখান থেকে তাঁর ওয়ান ডে ও টি-২০ কেরিয়ার শুরু হয়েছিল।
আরও পড়ুন:- IRE vs AFG: রোহিত-কোহলিদের সঙ্গে আন্তর্জাতিক T20 ক্রিকেটের অভিজাত ক্লাবে পল স্টার্লিং
জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচের আগে রাহুলের কাছে জানতে চাওয়া হয় তিনি কি ধোনিদের পথ অনুসরণ করবেন? এমন প্রশ্নের দুর্দান্ত জবাব দেন লোকেশ। তিনি বলেন, ‘অন্য কারও মতো হওয়ার জন্য আমি মাঠে নামতে পারি না। তাহলে সেটা নিজের প্রতি, দলের প্রতি এমনকি খেলার প্রতি সুবিচার হবে না। আমি নিজের মতো হওয়ার চেষ্টা করি এবং অন্যদের তাদের মতো হওয়ার সুযোগ দিই ঠিক যেমনটা তারা হতে চায়।’
রাহুল আরও বলেন, ‘যাদের নাম আপনি নিলেন (ধোনি, কোহলি ও রোহিত), তাদের সঙ্গে তো আমার কোনও তুলনাই হতে পারে না। ওদের পরিসংখ্যান, কৃতিত্ব ও দেশের জন্য অবদান তুলনাহীন। আমার মনে হয় না অন্য কারও নাম ওদের সঙ্গে উচ্চারিত হতে পারে বলে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।