শুভব্রত মুখার্জি:- চলতি জুনিয়র হকি বিশ্বকাপে শনিবার দুরন্ত ফর্মে দেখা গেল ভারতীয় দলকে। বিপক্ষকে নিয়ে কার্যত ছেলেখেলা করল তারা। প্রতিপক্ষ কানাডার বিরুদ্ধে প্রথম থেকেই আক্রমণাত্মক হকি খেলে তারা। যার সুফলও পেয়েছে তারা। ১০-১ গোলের বিরাট ব্যবধানে ম্যাচ জিতেছে ভারতীয় দল। এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালেও চলে গিয়েছে ভারত। এদিনের ম্যাচে কানাডাকে, ভারত কার্যত খড়কুটোর মতো উড়িয়ে দেয়। পুল-সি'র এই ম্যাচে এদিন ভারতীয় দলের মুহুর্মুহু আক্রমণে একেবারে নাভিশ্বাস উঠে যায় কানাডার ডিফেন্ডারদের।
এই ম্যাচে জয়ের ফলে পুল-সি'তে দ্বিতীয় স্থানে শেষ করল ভারতীয় দল। তারা প্রথম ম্যাচে জয়ের পরে দ্বিতীয় ম্যাচে হারে এবং তৃতীয় ম্যাচে বড় ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে। এদিন ভারতের হয়ে জোড়া গোল করেন আদিত্য অর্জুন লালাগে, রোহিত এবং আমনদীপ লাকরা। এদিন ম্যাচের প্রথম কোয়ার্টারে ভারত ৮ মিনিটে গোল করে লিড নেয়। গোল করেন আদিত্য অর্জুন লালাগে। ১২ মিনিটে লিড দ্বিগুণ করেন রোহিত। এরপর খেলার গতির বিরুদ্ধে ২০ মিনিটে একটি গোল শোধ করে কানাডা। দুর্দান্ত গোল করেন জুড নিকোলসন।
ম্যাচে কানাডা একটি গোল করে ফেরার যখন চেষ্টা করছে তখন পরে আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে ভারত। ২৩ মিনিটে গোল করেন আমনদীপ লাকরা। এরপর আর ভারতকে রুখতে পারেনি কানাডা। তৃতীয় কোয়ার্টারের ৪২ মিনিটে ভারতের হয়ে পরপর দুটি গোল করেন বিষ্ণুকান্ত এবং রাজিন্দর। ৪৩ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় এবং ভারতের হয়ে ষষ্ঠ গোলটি করেন আদিত্য অর্জুন লালাগে।
এক মিনিটে ভারতের কাছে তিনটি গোল খেয়ে কার্যত কোমড় ভেঙে যায় কানাডার ডিফেন্সের। বেশ চাপে পড়ে যায় তারা। কোনও ভাবেই আর তারা ঘুরে দাঁড়াতে পারেনি। এরপর ভারতের হয়ে আমনদীপ লাকরা, কুশওয়াহা সৌরভ আনন্দ, উত্তম সিং এবং রোহিত আরও একটি গোল করে ভারতের জয় নিশ্চিত করেন। ১০-১'র বিরাট ব্যবধানে জিতে যায় ভারতীয় দল। নিশ্চিত হয় কোয়ার্টার ফাইনালের টিকিট। মঙ্গলবার রয়েছে ভারতের কোয়ার্টার ফাইনাল ম্যাচ।তাদের প্রতিপক্ষ গ্রুপ-ডি'র চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।