বাংলা নিউজ > ময়দান > FIH Junior Hockey World Cup: হকির যুব বিশ্বকাপে কানাডাকে ১০ গোলের পরিয়ে কোয়ার্টারে ভারত

FIH Junior Hockey World Cup: হকির যুব বিশ্বকাপে কানাডাকে ১০ গোলের পরিয়ে কোয়ার্টারে ভারত

কানা়ডার বিরুদ্ধে জয়ের পর ভারতীয় দল। ছবি-এক্স

কানাডার বিরুদ্ধে দুর্দান্ত জয় ভারতীয় হকি দলের। বিপক্ষকে ১০ গোলের মালা পরাল টিম ইন্ডিয়া। সেই সঙ্গে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল তারা।

শুভব্রত মুখার্জি:- চলতি জুনিয়র হকি বিশ্বকাপে শনিবার দুরন্ত ফর্মে দেখা গেল ভারতীয় দলকে। বিপক্ষকে নিয়ে কার্যত ছেলেখেলা করল তারা। প্রতিপক্ষ কানাডার বিরুদ্ধে প্রথম থেকেই আক্রমণাত্মক হকি খেলে তারা। যার সুফলও পেয়েছে তারা। ১০-১ গোলের বিরাট ব্যবধানে ম্যাচ জিতেছে ভারতীয় দল। এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালেও চলে গিয়েছে ভারত। এদিনের ম্যাচে কানাডাকে, ভারত কার্যত খড়কুটোর মতো উড়িয়ে দেয়। পুল-সি'র এই ম্যাচে এদিন ভারতীয় দলের মুহুর্মুহু আক্রমণে একেবারে নাভিশ্বাস উঠে যায় কানাডার ডিফেন্ডারদের।

এই ম্যাচে জয়ের ফলে পুল-সি'তে দ্বিতীয় স্থানে শেষ করল ভারতীয় দল। তারা প্রথম ম্যাচে জয়ের পরে দ্বিতীয় ম্যাচে হারে এবং তৃতীয় ম্যাচে বড় ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে। এদিন ভারতের হয়ে জোড়া গোল করেন আদিত্য অর্জুন লালাগে, রোহিত এবং আমনদীপ লাকরা। এদিন ম্যাচের প্রথম কোয়ার্টারে ভারত ৮ মিনিটে গোল করে লিড নেয়। গোল করেন আদিত্য অর্জুন লালাগে। ১২ মিনিটে লিড দ্বিগুণ করেন রোহিত। এরপর খেলার গতির বিরুদ্ধে ২০ মিনিটে একটি গোল শোধ করে কানাডা। দুর্দান্ত গোল করেন জুড নিকোলসন।

ম্যাচে কানাডা একটি গোল করে ফেরার যখন চেষ্টা করছে তখন পরে আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে ভারত। ২৩ মিনিটে গোল করেন আমনদীপ লাকরা। এরপর আর ভারতকে রুখতে পারেনি কানাডা। তৃতীয় কোয়ার্টারের ৪২ মিনিটে ভারতের হয়ে পরপর দুটি গোল করেন বিষ্ণুকান্ত এবং রাজিন্দর। ৪৩ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় এবং ভারতের হয়ে ষষ্ঠ গোলটি করেন আদিত্য অর্জুন লালাগে।

এক মিনিটে ভারতের কাছে তিনটি গোল খেয়ে কার্যত কোমড় ভেঙে যায় কানাডার ডিফেন্সের। বেশ চাপে পড়ে যায় তারা। কোনও ভাবেই আর তারা ঘুরে দাঁড়াতে পারেনি। এরপর ভারতের হয়ে আমনদীপ লাকরা, কুশওয়াহা সৌরভ আনন্দ, উত্তম সিং এবং রোহিত আরও একটি গোল করে ভারতের জয় নিশ্চিত করেন। ১০-১'র বিরাট ব্যবধানে জিতে যায় ভারতীয় দল। নিশ্চিত হয় কোয়ার্টার ফাইনালের টিকিট। মঙ্গলবার রয়েছে ভারতের কোয়ার্টার ফাইনাল ম্যাচ।তাদের প্রতিপক্ষ গ্রুপ-ডি'র চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

গিয়েছেন পুরী, কিন্তু কোথায় ছিলেন? হোটেল ঘুুরিয়ে দেখালেন রাজা-মধুবনী হারিয়ে যাওয়া যমজ বোনের গল্প নিয়ে জলসায় তিতিক্ষা-নন্দিনী, দুই শালিকের নায়ক কে? মাত্র ১৫ ম্যাচ ODI খেলা ক্রিকেটারকেই অধিনায়ক করল ECB…অজি সিরিজের দায়িত্বে ব্রুক! ‘পিরিয়ডস হলেই অশুচি! ঠাকুরঘরে ঢোকা ছিল নিষেধ, এটা নিয়ে বাড়িতে কথাও বলা যেত না’ কিছু ক্ষেত্রে UPIতে লেনদেনের সর্বোচ্চ সীমা বেড়ে ৫ লাখ, সোমবার থেকে নয়া নিয়ম আগামিকাল ভাদ্র সংক্রান্তিতে ঘরে ঘরে পূজিত হবে মা মনসা, জেনে নিন এই পুজোর মহত্ব শিশুর মায়ের পোশাক খুলে নেওয়ার চেষ্টা সরকারি হাসপাতালে, গ্রেফতার ওয়ার্ড বয় কলকাতা লিগের সুপার সিক্সে ধাক্কা মহমেডানের!ক্যালকাটা কাস্টমসের কাছে ২-১ গোলে হার ‘গানটার শ্লীলতাহানি করে ছাড়ল’,বেসুরো গান গেয়ে নেটপাড়ায় ট্রোলড তৃণমূলের রচনা ‘দাদু’, ‘বাপ্পাদা’, ‘সাহেব’ এরা কারা?‌ অডিয়ো ক্লিপের সূত্র ধরে তদন্তে নামল পুলিশ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.